চীনের রাজনৈতিক ইতিহাসে একশত দিনের সংস্কার বা সংস্কারবাদী আন্দোলন

উনবিংশ শতাব্দীর শেষ দশকে চীনের সংস্কার আন্দোলনের হাওয়া উঠে| এক কথায় আমাদের বলা উচিত যে, সেই সময় পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক রাজপুরুষও সংস্কার চাই ছিলেন| 1898 খ্রিস্টাব্দে 11 ই জুন সম্রাট কুয়াংসু একটি রাজকীয় আদেশ জারি করেন এবং সংস্কারের কথা ঘোষণা করেন| এরপর 100 দিন ধরে বিভিন্ন সংস্কারমূলক আইন প্রবর্তিত হতে থাকে| 100 দিন ধরে প্রবর্তিত এইসব সংস্কারমূলক আইনকে "100 দিবসের সংস্কার" বা "একশত দিনের সংস্কার" বা "সংস্কারবাদী আন্দোলন" বলা হয়|

বস্তুত "একশত দিনের সংস্কার" নামে পরিচিত হলেও, এর মোট সময়কাল ছিল 103 দিনের (11 ই জুন 1898-16 সেপ্টম্বর 1898)| এই আন্দোলনের সর্বোচ্চ নেতা ছিলেন কাং ইউ ওয়েই|

চীনের  মানচিত্র



1898 খ্রিস্টাব্দে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত নতুন ধরনের রাজকীয় আদেশের মাধ্যমে তৎকালীন চীনের শাসন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এবং রাজনীতিতে কতগুলি গুরুত্বপূর্ণ সংস্কার চালু হয়েছিল| অপ্রয়োজনীয় পদ ও দপ্তরগুলি তুলে দেওয়া হয়েছিল| মাঞ্চুদের আর্থিক অনুদান দেওয়ার রীতি বন্ধ করে দেওয়া হয়| ব্যয়বহুল গ্রীন স্ট্যান্ডার্ড বাহিনী অপ্রয়োজনীয় ঘোষণা করে বাতিল করা হয়|

সম্রাট কুয়াংসু সংস্কারের ফলশ্রুতি হিসাবে পুরনো ও অব্যবহৃত মন্দিরগুলি একটি বিদ্যালয়ে পরিণত হয়েছিল| এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, তৎকালীন সময়ে পিকিং বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল| বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনীতি ও বিজ্ঞান চর্চা আবশ্যিক বিষয় হিসাবে মান্যতা দেওয়া হয়, এর সঙ্গে সঙ্গে নতুন গবেষণা এবং আবিষ্কারকে উৎসাহিত করার জন্য গবেষককে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল| একটি অনুবাদ কমিটির উপর বিদেশী বই অনুবাদ করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল|

সংস্কার আন্দোলন যখন বিভিন্ন প্রদেশে সরিয়ে পড়ে, তখন কিছু চিন্তাবিদ বিভিন্ন মতাদর্শকে স্থায়ী রূপ দিতে বদ্ধপরিকর হয়েছিলেন| এদের মধ্যে অন্যতম ছিলেন কাং ইউ ওয়েই| তার চিন্তায় মানব সভ্যতার ইতিহাসে অগ্রগতির তিনটি যুগ ছিল, যথা- প্রথমটি ছিল বিশৃঙ্খলার যুগ, দ্বিতীয়টি ছিল আসন্ন শান্তির যুগ এবং তৃতীয়টি ছিল মহান শান্তির যুগ|

সংস্কার পন্থীরা ক্ষমতায় এসে একটি সরকারি বাজেট তৈরি করার দিকে নজর দেন| এই সময় দুটি পৃথক মন্ত্রণালয় বা দপ্তর চীনে খোলা হয়| একটি দপ্তর পেল নতুন রেলপথ নির্মাণ এবং খনি সংক্রান্ত বিষয়গুলি এবং দ্বিতীয়টি দপ্তরটি কৃষি, শিল্প এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনার দায়িত্ব পেল|

তবে 100 দিনের সংস্কার শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল|বিধবা সম্রাজ্ঞী জু-সি ছিলেন প্রতিক্রিয়াশীল এবং সংস্কার বিরোধী| তিনি ইউ-ইয়াং-সি-কাও নামে জনপ্রিয় সামরিক নেতার সাহায্যে গ্রহণ করে সম্রাটকে কুয়াংসুকে গ্রেফতার করেন এবং চীনে একশো দিনের সংস্কারের অবসান ঘটে|

এই সংস্কারের ব্যর্থতা আলোচনা করতে গিয়ে ঐতিহাসিক জ্যাক গ্রে বলেছেন, 100 দিবস ব্যর্থ হয়েছিল কারণ চীনের জনমত তখনও অসংগঠিত ও অস্পৃষ্ট ছিল| সংস্কারপন্থীরা তাদের কর্মসূচিতে কৃষির উন্নতির পথে চূড়ান্ত অবহেলা প্রদর্শন করেছিল|তদানীন্তন চীনে কৃষির উন্নতি না ঘটিয়ে অন্য কোন উন্নতি করা মোটেই সম্ভব ছিল না| সংস্কার আন্দোলনের ব্যর্থতার পরেই একটি বৃহৎ গণবিদ্রোহ প্রায় সমগ্র চীনকে আচ্ছন্ন করে রেখেছে|


তথ্যসূত্র 

  1. অমিত ভট্টাচার্য, "চীনের রূপান্তরের ইতিহাস 1840-1969"
  2. Jonathan Fenby, "The Penguin History of Modern China".
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐