অলিভার ক্রমওয়েল বা ওলিভের ক্রুমউল

স্টুয়ার্ড বংশীয় রাজা প্রথম চার্লস পার্লামেন্টকে উপেক্ষা করে নিজ স্বেচ্ছাতন্ত্র চালাতে বদ্ধপরিকর হলে শেষ পর্যন্ত পার্লামেন্ট বা জনগণের সাথে প্রথম চার্লসের গৃহ যুদ্ধের সূত্রপাত হয়| 

পাঁচ বছর(1642-47) এই গৃহযুদ্ধ চলার পর চার্লস সম্পূর্ণ ভাবে পরাজিত হন এবং 1649 সালে চার্লসের প্রাণদণ্ড দেওয়া হয়| ইংল্যান্ডের পার্লামেন্ট এইভাবে রাজতন্ত্রের বিরুদ্ধে জয়লাভ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে| এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ নায়ক ছিলেন অলিভার ক্রমওয়েল বা ওলিভের ক্রুমউল(1599-1658)|

অলিভার-ক্রমওয়েল-ওলিভের-ক্রুমউল
আন্দোলন


ক্ষমতায় আসার পর ক্রমওয়েল দেশে একটি সুদূর শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ছিলেন| তিনি 41 জন সদস্য নিয়ে "council of state" নামে একটি কার্যনির্বাহক সভা গঠন করেন| লর্ড সভাকে তিনি ভেঙে দেন| 

অবশ্য "Rump parliament"- এর অস্তিত্ব তিনি বজায় রেখেছিলেন| কিন্তু Rump parliament এর সদস্যরা গণতন্ত্র বিরোধী প্রস্তাব গ্রহণ করলে 1653 সালের তিনি তা ভেঙে দেন| অবশেষে 1656 সালে তিনি Lord protector উপাধি নিয়ে দেশ চালাতে থাকেন|

বৈদেশিক নীতির ক্ষেত্রে ক্রমওয়েল অবশ্য কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন| তিনি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিদ্রোহ দমন করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন| স্পেনের বিরুদ্ধেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছিলেন| বলা যায়, ইংরেজ জাতির লুপ্ত গৌরব তার আমলে পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল| 

কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টকে উপেক্ষা করে দেশে সামরিক একনায়কতন্ত্র স্থাপন করলে ইংল্যান্ডের জনগণ তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে| তার মৃত্যুর পর(3 সেপ্টেম্বর, 1658) ইংল্যান্ডের পার্লামেন্ট প্রথম চার্লসের পুত্র দ্বিতীয় চার্লসকে সিংহাসনে প্রতিষ্ঠিত করলে ইংল্যান্ডের রাজতন্ত্র পুনরায় ফিরে আসে|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. C. Warren Hollister, "Medieval Europe: A Short History".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐