১৮৩০ সালের জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব ১৮৪৮

১৮৩০ সালের জুলাই বিপ্লব এবং ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লব, উভয় বিপ্লবের উপরেই ফরাসি বিপ্লবের প্রভাব দেখা যায়|

১৮৩০-সালের-জুলাই-বিপ্লব-এবং-ফেব্রুয়ারি-বিপ্লব-১৮৪৮
ফ্রান্সের মানচিত্র



জুলাই বিপ্লবের 

জুলাই বিপ্লবের ক্ষেত্রে উদারনৈতিক ভাবধারাই প্রকাশ পেয়েছে| ফরাসি বিপ্লবের গোড়ার দিকে ১৭৯০ সালে যেমন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা ভাবা হয়েছিল, সেরূপ ১৮৩০ সালে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথাই ভাবা হয়|

লুই ফিলিপ নিয়মতান্ত্রিক রাজা হিসাবে শপথ নেন| ফ্রান্সের বাইরে হল্যান্ড, সুজারল্যান্ড, স্পেন, সুইডেনও নিয়মতান্ত্রিক আদর্শ প্রাধান্য পায়| জুলাই বিপ্লবে প্রজাতন্ত্র বা গণতন্ত্রের দাবি সফল হয়নি| জুলাই বিপ্লব ছিল মোটামুটি ভাবে একটি উদারনৈতিক রক্ষণশীল বিপ্লব|


ফেব্রুয়ারি বিপ্লব

সেই তুলনায় ১৮৪৮ সালে ফেব্রুয়ারি বিপ্লব ছিল অনেক বেশি চরমপন্থী| কারণ এই বিপ্লবের ফলে ফ্রান্সের প্রজাতন্ত্র ও গণভোট স্থাপিত হয়| ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়| ফ্রান্সের বাইরে এই বিপ্লবের জাতীয়তাবাদী চরিত্র লক্ষণীয়| সুতরাং ফেব্রুয়ারি বিপ্লবের সঙ্গে ফরাসি বিপ্লবের ১৭৯২ সালে জ্যাকোবিন পর্যায়ের অনেকটা মিল দেখা যায়| ফেব্রুয়ারি বিপ্লব ছিল নিঃসন্দেহে জুলাই বিপ্লবের তুলনায় চরমপন্থী| 


শ্রেণীগত দিক থেকে উভয় বিপ্লবের মধ্যে তুলনা 

শ্রেণীগত দিক থেকে বিচার করলে জুলাই বিপ্লবকে ধনী বুর্জোয়াদের বিপ্লব বলা যায়| একমাত্র বেলজিয়াম ছিল এর ব্যতিক্রম| অপরদিকে ফেব্রুয়ারি বিপ্লব ছিল পাতি বুর্জোয়া, বুদ্ধিজীবী ও সাধারণ লোকের বিপ্লব| এই বিপ্লবে এসকল শ্রেণীই ছিল কর্ণধার| তাছাড়া ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের একটি সমাজতান্ত্রিক দিকও ছিল| ফরাসি শ্রমিক ও সমাজতন্ত্রবাদীরা ফ্রান্সে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে| বেকারের কর্মসংস্থানের জন্য জাতীয় কর্মশালা স্থাপিত হয়| 


ফলাফলের দিক থেকে উভয় বিপ্লবের মধ্যে তুলনা

ফলাফলের দিক থেকে জুলাই বিপ্লবের দ্বারা বেলজিয়ামের স্বাধীনতা লাভ সম্ভব হয়| ফ্রান্সে বংশানুক্রমিক রাজতন্ত্রের অবসান ঘটে| সাংবিধানিক রাজতন্ত্র স্থাপিত হয়| 

অন্যদিকে ফেব্রুয়ারি বিপ্লবের দ্বারা ফ্রান্সের "প্রজাতন্ত্র" ও "গণভোট" স্থাপিত হয়| জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, প্রাশিয়া ও ইতালির পিডমন্টে "নিয়মতান্ত্রিক শাসক" স্থাপিত হয়| ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ভিয়েনা চুক্তির প্রতিক্রিয়াশীল ভিত্তি ধ্বসে যায়| 

ঐতিহাসিক হ্যাজেন ফ্রান্সে উভয় বিপ্লবের তুলনা পর বলেছেন যে, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব ছিল অসাধারণভাবে দ্রুতগতি সম্পন্ন ভয়ঙ্করভাবে চরমপন্থী এবং সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত| বহু গবেষক হ্যাজেন এর সঙ্গে একমত হয়নি|

কোম্বান বলেছেন, ১৮৪৮-এ বিপ্লব না ঘটলে অন্য সময় নিশ্চয় ঘটতো| হয়তো তার ফলাফল হতো আলাদা|তবে বিপ্লব ঘটার মতো পরিবেশ ১৮৩০ এর পর দানা বেঁধেছিল| পাতি বুর্জোয়া প্রজাতন্ত্রী ও শ্রমিকের সমর্থক- প্রজাতন্ত্রীদের হতাশা বোধ ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবকে অনিবার্য করে| সুতরাং ফেব্রুয়ারি বিপ্লব অপ্রত্যাশিত ছিল না| তবে এই বিপ্লব নিঃসন্দেহে জুলাই বিপ্লবের তুলনায় চরমপন্থী ছিল| তার কারণ ফ্রান্স শিল্প বিপ্লবের পথে দ্রুত এগিয়ে যাচ্ছিল এবং লুই ফিলিপ এর শিক্ষানীতির ফলে ফ্রান্সের শিক্ষা বিস্তার হয়েছিল| তাছাড়া মিশিল, থিয়ার্স প্রমূখ ঐতিহাসিক মহান ফরাসি বিপ্লবের পুনঃমূল্যায়ন করায় প্রজাতন্ত্রী আদর্শ প্রবল হয়|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Georges Lefebvre, "The French Revolution".
  3. Hilaire Belloc, "The French Revolution".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐