৭৪ তম স্বাধীনতা দিবস

স্বাধীনতার পূর্বে হয়তো আমরা অনেকেই ছিলাম না। তাই ব্রিটিশ শাসিত ভারতের আমরা কল্পনাও করতে পারি না। তবে আজ কোরোনা ভাইরাসের মাধ্যমে কিছুটা হলেও আমরা স্বাধীনতা গুরুত্বটা বুঝতে পেরেছি।

লকডাউন  এর মধ্যে বাড়িতে থেকে থেকে মনে হচ্ছে যেন আমাদের শ্বাসরুদ্ধ হয়ে গেছে আর ব্রিটিশরাতো প্রায় 200 বছর ধরে আমাদের নিজের মতো শাসন করে আসছে।

মহাত্মা গান্ধী
মহতমা গান্ধী

বল্লভ ভাই প্যাটেল
বল্লভ ভাই প্যাটেল

সুভাষচন্দ্র বোস
সুভাষচন্দ্র বোস



তবে বিভিন্ন মহাপুরুষ যেমন- মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জহরলাল নেহেরু, ক্ষুদিরাম বসু, লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়াদ্দেদার, বল্লভভাই প্যাটেল, এমনকি 73 বছরের মাতঙ্গিনী হাজরা প্রমুখরা এবং নিম্নবর্গীয়দের চেষ্টায় আমরা সেই দুর্দশা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। তাঁদের মহান প্রচেষ্টায় এবং আত্মত্যাগের জন্যই আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাঁদের গুরুত্ব এবং অবদান এক কথায় অনস্বীকার্য‌। ভারতকে স্বাধীনতা করার জন্য আমরা আজীবনই তাঁদের কাছে ঋণী হয়ে থাকবো।

we salute to all - Clipart
          
Happy Independence Day.....
            বন্দে মাতরম.....
জয় হিন্দুস্তান ......


Author of this post

Name- Tanuara khatun
About- তিনি বর্তমানে ইতিহাসের ছাত্র
Read more- (click here)

   
       ------------------------------------------------------------
 

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐