ইতিহাসের আজকের এই দিনে ২১ এপ্রিল

Calendar Widget by CalendarLabs

আজ ২১ এপ্রিল। আজকের দিনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে জানতে পারবো যে আজকের দিনটির কতটা মূল্য আছে !

ইতিহাসের আজকের এই দিনে ২১ এপ্রিল
রোমের ইতালির শহর


ঐতিহাসিক ঘটনাবলী

  • ৭৫৩ খ্রিস্টাব্দে আজকের দিনে রোম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল।
  • ৮২৯ খ্রিস্টাব্দে আজকের দিনে সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন।
  • ১৫২৬ খ্রিস্টাব্দে আজকের দিনে লোদি সাম্রাজ্যের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ (আরো পড়ুন) সংঘটিত হয়।
  • ১৯৫২ খ্রিস্টাব্দে আজকের দিনে লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু হয়েছিল।
  • ১৯৬২ খ্রিস্টাব্দে আজকের দিনে আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু হয়েছিল।
  • ১৯৭২ খ্রিস্টাব্দে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল সিয়েরা লিওন
  • ১৯৭৫ খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতের ফারাক্কা ব্যারেজ চালু হয়।
  • ২০১৯ সালে আজকের দিনে শ্রীলঙ্কায় গির্জা হোটেলে ও মসজিদে ধারাবাহিক বোমা হামলার মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ২৯০ জনের প্রাণহানি ঘটেছিল।

জন্ম

  • ১৭৮২ খ্রিস্টাব্দে আজকের দিনেই জার্মান শিক্ষাবিদ এবং কিন্ডারগার্টেন শিশুশিক্ষা পদ্ধতি প্রবর্তক ফ্রেডরিক ফ্রোয়েবল জন্মগ্রহণ করেছিলেন। (মৃ.-১৮৫২ খ্রিস্টাব্দে)
  • ১৮১৬ খ্রিস্টাব্দে আজকের দিনেই ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টি জন্মগ্রহণ করেছিলেন।
  • ১৮২৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই  হিপোলালিটি টেইনি তথা প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক জন্মগ্রহণ করেছিলেন।
  • ১৮৬৪ খ্রিস্টাব্দে আজকের দিনেই মাক্স ভেবার তথা জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন। (মৃ. ১৯২০ খ্রিস্টাব্দে)
  • ১৮৮৯ খ্রিস্টাব্দে আজকের দিনেই পল কারার তথা নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান-সুইস রসায়নবিদ এবং শিক্ষাবিদ জন্মগ্রহণ করেছিলেন। 
  • ১৯০০ খ্রিস্টাব্দে আজকের দিনেই সুধীর নাথ সান্যাল তথা বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক জন্মগ্রহণ করেছিলেন। (মৃ. ১৯৯৩ খ্রিস্টাব্দে)
  • ১৯১৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই অ্যান্থনি কুইন তথা মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা জন্মগ্রহণ করেছিলেন। (মৃ. ২০০১ সালে)
  • ১৯২২ খ্রিস্টাব্দে আজকের দিনেই অ্যালান ওয়াটকিন্স তথা ওয়েলশ-ইংলিশ ক্রিকেটার জন্মগ্রহণ করেছিলেন। (মৃ. ২০১১ সালে)
  • ১৯২৬ খ্রিস্টাব্দে আজকের দিনেই দ্বিতীয় এলিজাবেথ তথা যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানী জন্মগ্রহণ করেছিল।
  • ১৯৪৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন তথা ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার জন্মগ্রহণ করেছিল।
  • ১৯৬৬ খ্রিস্টাব্দে আজকের দিনেই সঙ্গীতশিল্পী ও সুরকার তথা মাইকেল ফ্রান্টি জন্মগ্রহণ করেছিল।
  • ১৯৭৯ খ্রিস্টাব্দে আজকের দিনেই জেমস ম্যাকঅ্যাভয় তথা মার্কিন অভিনেতা জন্মগ্রহণ করেছিল।
  • ১৯৯২ খ্রিস্টাব্দে আজকের দিনেই ফ্রান্সিস্কো রোমান আলারকোন সুয়ারেজ (সাধারণভাবে তিনি ইস্কো নামে পরিচিত) তথা স্পেনীয় ফুটবলার জন্মগ্রহণ করেছিল।


মৃত্যু

  • ১৯১০ খ্রিস্টাব্দে আজকের দিনেই মার্ক টোয়েইন তথা একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক প্রয়াত হয়েছিলেন। (জ. ৩০/১১/১৮৩৫)
  • ১৯৩৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই মহম্মদ ইকবাল তথা বৃটিশ ভারতের প্রখ্যাত কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ প্রয়াত হয়েছিলেন। (জ.  ৯/১১ /১৮৭৭)
  • ১৯৬৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন তথা নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থ বিজ্ঞানী প্রয়াত হয়েছিলেন। (জ. ৬/০৯/১৮৯২) 
  • ১৯৮৪ খ্রিস্টাব্দে আজকের দিনেই মোহাম্মদ মোদাব্বের তথা সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত হয়েছিলেন। (জ. ০৬/১০/১৯০৮ খ্রিস্টাব্দে)
  • ১৯৯৬ খ্রিস্টাব্দে আজকের দিনেই আবদুল হাফিজ কারদার তথা ভারতের লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের ক্রিকেটার প্রয়াত হয়েছিলেন।
  • ২০১৩ সালে আজকের দিনেই শকুন্তলা দেবী তথা একজন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর প্রয়াত হয়েছিলেন। (জ. ০৪/১১/১৯২৯)
  • ২০১৫ সালে আজকের দিনেই পূর্ণদাস বাউল তথা ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী প্রয়াত হয়েছিলেন। (জ. ১৮/০৩/১৯৩৩)
  • ২০১৫ সালে আজকের দিনেই জানকীবল্লভ পট্টনায়ক তথা একজন রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছিলেন। (জ. ০৩/০১/১৯২৭)
  • ২০১৭ সালে আজকের দিনেই লাকী আখান্দ তথা বাংলাদেশি একজন সঙ্গীতশিল্পী ও সুরকার প্রয়াত হয়েছিলেন। (জ. ০৭/০৬/১৯৫৬)
  • ২০২১ সালে আজকের দিনেই বাঙালি কবি ও সাহিত্য সমালোচক তথা শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছিলেন। (জ. ০৫/০২/১৯৩২)


👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

.................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐