গ্রিসের সামরিক প্রয়োজনে কোন পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের প্রাচীর বেষ্টিত কোন নগরের দুর্গের মতো সুদূরপ্রসারী যে কেন্দ্র গড়ে তোলা হতো, তা পরিচিত ছিল অ্যাক্রপলিস নামে।
অ্যাক্রপলিস কি
byNabarun Saha
-
গ্রিসের সামরিক প্রয়োজনে কোন পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের প্রাচীর বেষ্টিত কোন নগরের দুর্গের মতো সুদূরপ্রসারী যে কেন্দ্র গড়ে তোলা হতো, তা পরিচিত ছিল অ্যাক্রপলিস নামে।
ভিজিট করুন আমাদের মক টেস্ট গুলিতে এবং নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করুন- Click Here