১১ মে ইতিহাসের এই দিনে

আজ ১১ মে। আজকের দিনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে জানতে পারবো যে আজকের দিনটির কতটা মূল্য আছে !

১১ মে ইতিহাসের এই দিনে

ঐতিহাসিক ঘটনাবলী

  1. ৩৩০ খ্রিস্টাব্দে আজকের দিনেই কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়েছিল।
  2. ৯১২ খ্রিস্টাব্দে আজকের দিনেই আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হয়েছিলেন।
  3. ১৭৪৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধেই ফরাসি বাহিনী জয়লাভ করেছিল।
  4. ১৮৫৭ খ্রিস্টাব্দে আজকের দিনেই সিপাহী বিদ্রোহ এর সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নিয়েছিল।
  5. ১৮৬৭ খ্রিস্টাব্দে আজকের দিনেই লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করেছিল।
  6. ১৯৩৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছিল ও এর মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রসারণ শুরু হয়েছিল।
  7. ১৯৪৯ খ্রিস্টাব্দে আজকের দিনেই ইসরায়েল জাতিসংঘে যোগ দিয়েছিল।
  8. ১৯৭২ খ্রিস্টাব্দে আজকের দিনেই কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল।
  9. ১৯৭২ খ্রিস্টাব্দে আজকের দিনেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করেছিল মেক্সিকো।
  10. ১৯৮৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই কুরআন দিবস, কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে আট জন মর্মান্তিকভাবে নিহত হয়েছিল।
  11. ১৯৯৪ খ্রিস্টাব্দে আজকের দিনেই ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে দীর্ঘ ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটেছিলো।
  12. ১৯৯৭ খ্রিস্টাব্দে আজকের দিনেই দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করেছিল।
  13. ১৯৯৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল
  14. ২০১৮ সালে আজকের দিনেই বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১মে ২০১৮ ইডিটি তথা বাংলাদেশ মান সময় ১২মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করেছিল।
  15. ২০১৮ সালে আজকের দিনেই আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছিল, তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ার কারণে কোনো খেলা এই দিনেই গড়ায়নি।
👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

.................

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐