ভারতের ইতিহাসের পাতায় ৩৮+ বিভিন্ন রাজার উপাধি

 সুপ্রিয় পরিবারের সদস্য,

জেনে নিন আপনি ইতিহাসের পাতায় বিভিন্ন রাজার উপাধি। এই তালিকায় ভারতের বিভিন্ন রাজার উপাধির নামের তালিকা নিচে দেওয়া হল। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন চাকরির মূলক পরীক্ষায় এই সম্পর্কে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। সুতরাং নিচের তালিকাটি পড়ে এক স্বচ্ছ ধারণা হবে ভারতের বিভিন্ন রাজার উপাধির নামের সম্পর্ক।

বিভিন্ন রাজার উপাধি

📜 ভারতের বিভিন্ন রাজার উপাধির নামের তালিকা

রাজার নাম উপাধি
প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোণ্ড, পরাকেশরী, যুদ্ধমল্ল, উত্তম চোল
দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাহসাঙ্ক, শকারি, বিক্রমাদিত্য, পরম ভাগবত
লক্ষণ সেন গৌড়েশ্বর, অরিরাজ-মর্দন-শঙ্কর, পরম বৈষ্ণব
হর্ষবর্ধন শিলাদিত্য, সকল উত্তর পথনাথ
ফিরোজ শাহ তুঘলক সুলতানি যুগের আকবর
সমুদ্রগুপ্ত কবিরাজ, পরাক্রমাঙ্ক, লিচ্ছবি , দৌহিত্র, কবিরাজ , ভারতের নেপোলিয়ন , অশ্বমেধ পরাক্রম
অশোক চন্ডাশক, দেবানাং প্রিয়, প্রিয়দর্শী, মহামতী
আলাউদ্দিন খিলজি দ্বিতীয় আলেকজান্ডার
শাহজাহান প্রিন্স অফ বিল্ডার্স
ধর্মপাল বিক্রমশীল, পরম ভট্টারক, উত্তরপথস্বামী
আওরঙ্গজেব বাদশা গাজি, আলমগির, জিন্দাপির
জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর
হুসেন শাহ বাংলাদেশের আকবর
আবদুল্লাহ মহম্মদ ইবন বতুতা
কুতুবউদ্দিন আইবক লাখবক্স
মহাপদ্মনন্দ সর্বক্ষত্রান্তক, একরাট
নুরজাহান মেহেরুন্নিসা
আবুরিহান অলবিরুনী
কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য
গিয়াসুদ্দিন বলবন উলুগ খাঁ
গিয়াসুদ্দিন তুঘলক গাজি মালিক
আমীর খসরু হিন্দুস্থানের তোতাপাখি
সিকন্দর লোদী নিজাম খাঁ
নানা ফড়নবিশ ভারতের মেকিয়াভেলি
দ্বিতীয় তৈলপ মহারাজা বিরাজ
আবুল মনসুর খাঁ সফদরজঙ্গ
অজাতশত্রু কুনিক
শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত, নরেন্দ্রাদিত্য
শিবাজি গোব্রাহ্মন প্রজাপালক, ছত্রপতি
মহাপদ্মনন্দ দ্বিতীয় পরশুরাম
বিম কদফিসিস বা দ্বিতীয় কদফিসিস মহেশ্বর
প্রথম নরসিংহ বর্মণ বাতাপিকোন্ড
চন্দ্রগুপ্ত মৌর্য মহারাজাধিরাজ
কনিস্ক দ্বিতীয় অশোক
রঞ্জিত সিং পাঞ্জাব কেশরী
দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, পৃথিবীবল্লভ
বিম্বিসার অমিত্রঘাত, শ্রেনিক
স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকর্তা

📜 আরো পড়ুন 

👉 ইতিহাসের পাতায় বাংলার নবাবদের তালিকা - ক্লিক করুন
👉 ভারতের বিভিন্ন রাজবংশের তালিকা  - ক্লিক করুন।
👉 আরো পড়ুন - ক্লিক করুন।
...............🙏..............


নবীনতর পূর্বতন
👉 আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  
    👉 আমাদের ফেসবুক গ্রুপ- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের ফেসবুক পেজ -ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  
    👉 চাকুরীর খবর - ক্লিক করুন 🗞️📰 


    
  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

     
                
                







টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐