জাতীয়তাবাদ বলতে কি বুঝায়

অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ থেকে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, হল্যান্ড এবং স্পেন প্রভৃতি ইউরোপীয় শক্তি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশিক সাম্রাজ্য বিস্তার করতে থাকে| কালক্রমে তাদের শাসন ও শোষণ এইসব দেশে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় এবং জনসাধারণ উপনিবেশিক শাসনের বন্ধন থেকে মুক্তির জন্য উন্মাদ হয়ে ওঠে|

জাতীয়তাবাদ-বলতে-কি-বুঝায়


জাতীয়তাবাদ বলতে আসলে কি বুঝায়, তা সঠিকভাবে ব্যাখ্যা করা খুব কঠিন কাজ| কারণ জাতীয়তাবাদ হল একটি অনুভূতি, যা কেবলমাত্র অনুভূতির দ্বারাই জানা সম্ভব| তার বাস্তব ব্যাখ্যা দেওয়া খুব কঠিন|

তাই জাতীয়তাবাদের ব্যাখ্যা দিতে গেলে কতগুলি উদাহরণ এর সাহায্য অবলম্বন করা খুব জরুরি| জার্মানি জাপানকে যুদ্ধে পরাজিত করে এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হলেও তাদের পক্ষে আর হৃত মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি| 

পরিশেষে আমরা এক কথায় বলতে পারি যে, কোনো কিছু আদায়ের জন্য সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন করার মধ্য দিয়েই জাতীয়তাবাদে উন্মেষ ঘটে|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. 1946 সালের নৌ বিদ্রোহ (আরো পড়ুন)
  2. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  3. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
  4. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐