সুফিবাদ

Sufi শব্দটি আরবি শব্দ Suf(wool বা পশম) থেকে উদ্ভূত| প্রাথমিকভাবে সংসার ত্যাগী মুসলমানেরা উলের কেনা মোটা পোশাক ব্যবহার করত| দরবেশ, ফকির এবং অন্যান্যরা প্রথম সুফি  কথাটি ব্যবহার করেন এবং চিন্তা-চেতনা ও কর্ম সম্প্রদানের দ্বারা উন্নতির পথ নির্দেশ করেন| 

এইভাবে অষ্টম ও নবম শতাব্দীতে মুসলিম অতীন্দ্রিয়বাদ তথা সুফিবাদের জন্য প্রাথমিক স্তরে সুফিবাদের কোরআনের কিছু কবিতাকে অধিক গুরুত্ব দেওয়া হতো|

সুফিবাদ
কোরআন


মধ্যযুগে ভারতের ইতিহাসে হিন্দু ও মুসলিম ধর্মের মধ্যে চরম বিরোধ দেখা দিলে উভয় ধর্মের মধ্যে অতীন্দ্রিয়বাদের জন্ম হয়| এই ক্ষেত্রে ইসলামের অতীন্দ্রিয়বাদ হিসাবে সুফিবাদের ব্যাপক প্রচার হতে থাকে| এই সুফিবাদের মূল ভিত্তি গভীর আধ্যাত্মিক চেতনার মধ্যে নিহিত ছিল|

সুফিবাদ


ঐশ্বরিক চিন্তাধারা ও পাপ থেকে মুক্তি লাভের জন্য সুফিবাদের আধ্যাত্মিক, গণতান্ত্রিক, উদারনৈতিক চিন্তা ধারার অনুপ্রবেশ ঘটে ছিল| অমরজিৎ সিং সুফিবাদ সম্পর্কে বলেছেন, "The attempt of individual Muslim to realize in their person experience the living presences of Allah(Good)".



সুফিবাদের বৈশিষ্ট্য

সুফিবাদের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
  1. সুফিবাদী বিশ্বাসী ব্যক্তি নিজের কোন লক্ষ্য ও ইচ্ছা নেই| প্রকৃত সুফি আল্লাহর নির্দেশে চলেন এবং তার কাছে পৃথিবীর সবকিছু আল্লাহর সৃষ্টি এবং জগৎ ঈশ্বরময়|
  2. সুফিরা বৈরাগ্যময়, ত্যাগ এবং পূর্ণ সন্ন্যাসকে অধিক গুরুত্ব দেয়| সরল জীবনযাপন সুফিবাদের অঙ্গ|
  3. তারা আল্লাহকে কঠোর বিচারক বা শাস্তিদাতা হিসাবে মনে করেন না| কারণ তাদের কাছে আল্লাহ হলেন প্রেমময়ী সদা সুন্দর| 
  4. সুফিবাদে বলা হয়েছে যে, ঈশ্বরের প্রতি ও ভক্তি গুরুরাই শিষ্যকে শেখাতে পারে|

সুফিবাদ



সমগ্র মুসলিম দুনিয়ায় 175টি যে ধর্মীয় নির্দেশ মুসলিমরা প্রতিষ্ঠা করেছিল, তা আবুল ফজলের পরিসংখ্যান থেকে জানা যায়| তার মধ্যে 40টি নির্দেশ মুসলিম কিংবা সুফিরা ভারতে প্রবেশ করেন| প্রসঙ্গ যে, মুসলিম সমাজে ধর্মীয় আন্দোলনে একাধিক সম্প্রদায়ে বিভক্ত ছিল, যথা-
  1. চিশতি সম্প্রদায় 
  2. সুরাবর্দী সম্প্রদায় 
  3. কাদরি সম্প্রদায় 
  4. নকশাবাদী সম্প্রদায়
  5. ফিরদোসি সম্প্রদায়

চিশতি সম্প্রদায় 

সুফিবাদে চিশতি সম্প্রদায় বিশেষভাবে খ্যাত ছিল| খাজা মইনুদ্দিন চিশতী 1234 সালে এই সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করেন| মইনুদ্দিন চিশতী বহু মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন| চিশতীর সন্ন্যাসীরা নিরামিষ খেতেন এবং সবাইকে সমান নজরে দেখতেন, এর ফলে সাধারণ হিন্দু ও অন্যান্য সম্প্রদায় যথেষ্ট আকৃষ্ট হয়েছিল|

সুফিবাদ


কথিত আছে যে, মহান মুঘল(আরো পড়ুন) সম্রাট আকবর পুত্র প্রাপ্তির আশায় শেখ সেলিম দরগায় বহুবার প্রার্থনা করেন এবং এর প্রাপ্তির স্বরূপ আকবর জাহাঙ্গীরকে পুত্র সন্তান হিসাবে লাভ করেন|




সুরাবর্দী সম্প্রদায় 

সুরাবর্দী সম্প্রদায় সুফি আন্দোলনের প্রসারে যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছিলেন| এই সম্প্রদায়ের কার্যকলাপ উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, মূলতান ও সিন্ধু অঞ্চলে সীমাবদ্ধ ছিল|

সুফিবাদ


চিশতি সম্প্রদায় ও সুরাবর্দী সম্প্রদায়ের মধ্যে পার্থক্য হল- সুরাবর্দী সম্প্রদায় রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতো এবং জায়গীর ভোগ করত, কিন্তু চিশতি সম্প্রদায় ছিল এর সম্পূর্ণ বিপরীত|


কাদরি সম্প্রদায় 

কাদরি সম্প্রদায়ের প্রধান নেতা ছিলেন শাহলি উল্লা| তবে সৈয়দ মুকাদম, মহম্মদ জিলানি এই সম্প্রদায়কে সঙ্ঘবদ্ধ করেন|


নকশাবাদী সম্প্রদায়

নকশাবাদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা বিল্লানকম| এই সম্প্রদায় মনে করত রাষ্ট্র ও ইসলাম ধর্ম কখনোই আলাদা নয়| পরিবর্তিত সম্প্রদায়গুলি এই একই পথ অনুসরণ করতো|


ফিরদোসি সম্প্রদায়

ফিরদোসি সম্প্রদায় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ বদরুদ্দিন ফিরদোসি| দিল্লিতে প্রথম এই সম্প্রদায় গড়ে উঠলেও পরে বাইরে এর প্রসার বাড়তে থাকে|


উপসংহার

ইসলামের সুফি আন্দোলনের প্রভাবে জাতীয়করণ ঘটে এবং সুফীবাদী গুরুরা তাদের কর্ম চিন্তার মাধ্যমে সাধারণ ভারতবাসীর সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন| সুফীবাদীদের ত্যাগ পূর্ণ জীবন মুসলিম সমাজে নৈতিকতা বোধ জাগ্রত করেন|

তাই ঐতিহাসিক রিজভী মনে করেন, সুফিবাদের অবদান একেবারে নগ্ন বা নেতিবাচক ছিল না, কিন্তু হিন্দু ভক্তি আন্দোলনে(আরো পড়ুন) হিন্দু ও মুসলমানের মধ্যে এক প্রধান যোগসুত্র রচনা করেছিল|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
  3. V D Mahajan, "History of Medieval India"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐