অষ্টপ্রধান

মারাঠা বীর শিবাজী শাসনকার্যে তাকে পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রিপরিষদ রাখেন| তার এই পরিষদে 8 জন মন্ত্রী ছিলেন, যারা শাসনকার্যে সবরকম সাহায্য করতেন|

অষ্টপ্রধান
শিবাজীর মূর্তি


এই 8 জন মন্ত্রী অষ্টপ্রধান নামে পরিচিত| এই 8 জন মন্ত্রী ছিলেন-
1.পেশোয়া বা প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শাসন পরিচালনা ও ছত্রপতি শিবাজীর প্রতিনিধিরূপে কাজ করতেন|

2.অমাত্য বা রাজস্ব মন্ত্রী
এই মন্ত্রী মূলত আয়-ব্যয়ের হিসাব রাখতেন|

3.ওয়াকিনবিশ
এই মন্ত্রী রাজার নিরাপত্তার ও দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে দেখাশোনা করতেন| 

4.সচিব
এই মন্ত্রী চিঠি-পত্র লেখার কাজ করতেন| 

5.বিদেশ মন্ত্রী 
পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালন করতেন| 

6.সেনাপতি 
এই মন্ত্রী সামরিক বিভাগের দায়িত্ব পালন করতেন|

7.ধর্মীয় বিশেষজ্ঞ মন্ত্রী 
ধর্মীয় পরামর্শ দান করতেন|

8.প্রধান বিচারপতি 
প্রধান বিচারকের দায়িত্ব পালন করতেন| 

এদের মধ্যে প্রধান বিচারপতি ও ধর্মীয় মন্ত্রী ছাড়া প্রায় সকলকেই যুদ্ধে যেতে হতো| তবে অষ্টপ্রধানকে বর্তমান মন্ত্রিসভার সাথে তুলনা করলে চলে না, তারা ছিল রাজার বিশ্বস্ত অনুচর মাত্র|


তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
  3. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
  4. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশী থেকে পার্টিশন"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐