ইতিহাসের প্রকৃতি কি

ইতিহাস হল জীবন ও ঘটনার এক অসাধারণ নথি, যার মধ্যে জীবনের প্রতিটি স্পন্দন ধরা পড়ে| ইতিহাস কেবলমাত্র এই নয় যে কি ঘটেছে তার নথি, বরং বর্তমানে কি ঘটতে চলেছে তাও বর্ণনা হল ইতিহাস| 

ইতিহাস হল পরিবর্তনের অস্তিত্ব, যা পরিবর্তন থেকে পূর্ণতা দিকে যায় এবং পূর্ণতা থেকে অগ্রগতির দিকে এবং শেষ পর্যন্ত উন্নতির দিকে| 

ইতিহাসের-প্রকৃতি-কি



ইতিহাস হল মানব জাতির উন্নতির পরিমাপক বিষয় স্বরূপ| নেপোলিয়ানের কাছে ইতিহাস ছিল "সত্য দর্শন এবং একমাত্র সত্য মনস্তত্ত্ব"| ইতিহাস হল এক নাটক, যেখানে ঈশ্বর অভিনয় করে এবং মানুষ তাতে দর্শক এবং স্রোত মাত্র|  এটা নিঃসন্দেহে এক স্নায়বিক খেলা দর্শন এবং শ্রবণের বন্যা|

কিন্তু মানুষ অতীতকে বিচার করতে শিখে বর্তমানের উন্নতি ঘটাতে সমর্থ হয় এবং ভবিষ্যতে যা ঘটবে, তা দেখতে সমর্থ হয়| তাই মানুষ উপলব্ধি করতে শিখে, তাকে কি অনুসরণ করতে শিখে এবং কোনটা বর্জন করতে হবে, তা শিখে|

এক সময় মানুষ ছিল তখন সে ছিল অসভ্য ও বর্বর, কিন্তু বর্তমানে সে জঙ্গলকে সুসজ্জিত উদ্যানে পরিণত করেছে| মানুষ ভবিষ্যতের জন্য পথকে প্রশস্ত করতে পেরেছে অতীতকে জানতে পেরে| ইতিহাসের প্রকৃতি তাই জটিল এবং ব্যাপক, কেননা ইতিহাস মানুষকে আলোচনা করে|

গ্রীক শব্দের ইতিহাসের অর্থ হল অনুসন্ধান, গবেষণা, তথ্য এবং উদ্ভাবন| এরিস্টটল বলেছেন, ইতিহাস হলো তথ্যের গবেষণা, যা যুক্তি সম্মত ব্যাখ্যার নির্ভর| থুসিডাইডিস(আরো পড়ুন) ইতিহাস বলতে বুঝিয়েছেন, "ইতিহাস কেবলমাত্র স্মরণ করে রাখার গল্প নয় বা স্মরণ করিয়ে দেওয়ার ঘটনা পঞ্জি নয়| ইতিহাস হল তাৎপর্যপূর্ণ, অসাধারণ এবং স্মরণীয় ঘটনার চিত্রাঙ্গন|

রুশো ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অসংখ্য মিথ্যার মধ্যে সত্যকে খুঁজে নেওয়া| আবার জনৈক ঐতিহাসিক বলেছেন, "ইতিহাস হল মানুষের মহান মানুষের জীবন পঞ্জী এবং মানুষের অগ্রগতির নথি, বিশেষ করে মহৎ আত্মা"|

উক্ত সংজ্ঞাগুলিকে পর্যালোচনা করে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে, ইতিহাসের প্রকৃতি এবং ধারণা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে| অবদমনের বর্ণনা থেকে বেরিয়ে এসে মানুষের অগ্রগতি ও স্পন্দনকে নথিবদ্ধ করার দিকে অগ্রসর হয়েছে|



তথ্যসূত্র

  1. Frank Thilly, "A History of philosophy".
  2. Frederick Copleston, "A History of Philosophy", Volume 2.
  3. Johann Gottfried Herder, "ideas for the philosophy of history of humanity".

      সম্পর্কিত বিষয়

      সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ........................................
      নবীনতর পূর্বতন
      👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
      
          
        
        👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
      
          👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
        
        
          👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
      
      
          👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
      
      
      
      
          
        
      
        
      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


       


       




      
      

      👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

      
      
      

      👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

      👉ক্লিক করুন 🌐