আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার

আলাউদ্দিন খলজির আমলে যেসব আর্থিক সংস্কার প্রবর্তন করা হয়েছিল, তার জন্য ঐতিহাসিক স্ট্যানলি লেন-পূলে তাকে "A daring political economist" বলে অভিহিত করেছিলেন| আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা|

আলাউদ্দিন-খলজির-অর্থনৈতিক-সংস্কার
মশলার বাজার

মধ্যযুগের সকল শাসকে স্বৈরতন্ত্রের ভিত্তি সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং সৈন্যদের সুবিধার জন্য মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন| ঐতিহাসিক সতীশ চন্দ্র ও রাম চরণ বলেছেন, "আসলে বিশাল সৈন্য খরচ, বাস্তু জমির কর আদায় প্রভৃতি কারণে যে মুদ্রাস্ফীতি দেখা যায়, তা নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন"|

তিনি দিল্লীতে তিনটি বাজার স্থাপন করেছিলেন, যা প্রত্যেকটিতে এক একটি করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হত, যেমন- 
  1. খাদ্যশস্যের বাজার 
  2. অস্ত্র, ক্রীতদাস ও গবাদি পশুর বাজার 
  3. বিদেশি দ্রব্য ও বিলাস দ্রব্যের বাজার
এইসব দিক থেকে বিচার করে ঐতিহাসিক স্ট্যানলি লেন-পূলে আলাউদ্দিন খলজির সম্পর্কে বলেছেন, "A military genius converted into a political economics".


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ী, "মধ্যকালীন ভারত"
  2. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  3.  V D Mahajan, "History of Medieval India"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐