তাওবাদ কি

চীনে কনফুসীয় মতবাদ ছাড়াও আর যে মতাদর্শ আলোড়ন সৃষ্টি করেছিল তা হলো তাওবাদ| এই মতবাদে রূপকার ছিলেন লাওৎ-জু| খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে লাওৎ-জু এর জন্ম| সম্ভবত ইনি কনফুসিয়াসের সমকালীন ছিলেন| 

তবে লাওৎ-জু এর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না| মৃত্যুর পূর্বে লাওৎ-জু "Tai-Teh-king" নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন, পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন ভাষায় এই গ্রন্থটি অনুবাদ করা হয়| কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষায় এই গ্রন্থটি রচনা করেন| অনুবাদ করে চীনের রূপ প্রকাশ করেন|

তাওবাদ
তাওবাদী  মন্দির

তাওবাদ
তাওবাদী  মন্দির

তাওবাদ
তাওবাদের প্রতীক


তাওবাদ ছিল শাসকদের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ ও বিদ্রোহের দর্শন| তাওবাদ এর মূল কথা ছিল- অস্ত্রশানিত হলে বিশৃংখলা বাড়বে, আইন বাড়ালে চোর-ডাকাত বাড়বে| প্রশাসনের রাজার হস্তক্ষেপ যত কম হবে, তত প্রজাদের মঙ্গল হবে| 


তাও শব্দের অর্থ হলো Way বা পথ| তাওবাদী দর্শনের মূল কথা হলো, প্রকৃতির মধ্যে পথের অনুসন্ধান করা| তাও পন্থীরা মনে করতেন, জ্ঞানের প্রকৃত উৎস হলো প্রকৃতি| তাওবাদীরা প্রকৃতির সৌন্দর্যের উপভোগ করার কথা বলেছেন| কনফুসিয়াস মতবাদ যেখানে নৈতিকতাকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাওবাদীরা তাও তা অস্বীকার করেছে| প্রকৃতিকে বেশি গুরুত্ব দিয়ে তারা বিজ্ঞান ও প্রযুক্তিকে মর্যাদা দিয়েছে|

তাওবাদীরা বাস্তব জীবনের নিয়ম-কানুনকে না মেনে নিরব স্বাধীনতার মাধ্যমে অনন্ত শান্তির অন্বেষণে করেছিলেন এবং তারা ছিলেন রহস্যবাদী| প্রকৃতির নিয়মে সবকিছু চলবে এই বিশ্বাস ছিল তাদের মজ্জাগত, প্রকৃতির বিরুদ্ধে কোন কিছু করার তারা ছিলেন বিরোধী| এই অর্থে তাদের দর্শনকে নৈতিবাচক বলা যায়| আসলে এই দর্শনের মূল বিষয় ছিল শান্তি| দন্ড ও সংঘাতকে পরিহারে শান্তি বজায় রাখা ছিল এদের উদ্দেশ্য| 

সাধারণ মানুষ এই মতবাদে খুব বেশি আকৃষ্ট হয়েছিল বলে মনে হয় না| পরবর্তীতে চ্যাংলিয়াং এর নেতৃত্বে তাওবাদ ক্রমশ ধর্ম সম্প্রদায়ে পরিণত হয়| চীন সম্রাট 423 সালে তাও ধর্ম প্রধানকে তিয়েন-সি(প্রধান গুরু) উপাধিতে ভূষিত করেন| বর্তমানে চীনে তাওবাদী মন্দিরের সংখ্যা দেড় হাজারেরও বেশি|


তথ্যসূত্র

  1. অমিত ভট্টাচার্য, "চীনের রূপান্তরের ইতিহাস 1840-1969"
  2. Jonathan Fenby, "The Penguin History of Modern China".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐