জি ৮

শিল্পায়ত ও অর্থনীতিতে প্রাগ্রসর বিশ্বের বৃহৎ দেশগুলোকে একত্রিত করার প্রয়াস রূপায়িত হয় "G-8" বা "জি-৮"(অষ্ট রাষ্ট্র গোষ্ঠী) গঠনের মধ্য দিয়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, কানাডা, জার্মানি ও জাপানের- প্রথমে এই সাতটি দেশ ও পরে রাশিয়ার যোগদানে G-8 গড়ে উঠে| 

সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বের প্রধান সমস্যাগুলির আলোচনা করা এর প্রধান উদ্দেশ্য| UNO বা বহুজাতিক সংস্থাগুলির মতো এর কোন আন্তরাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র নেই| এজন্য এর কোন সদর দপ্তর গড়ে ওঠেনি| সদস্য রাষ্ট্র গুলির মধ্যেই এই গোষ্ঠীর সভাপতির পদ আবর্তিত হয়| প্রতিবছর এক একটি রাষ্ট্রের প্রধান এর সভাপতি মনোনীত হন

জি-৮ স্টেটস



"G-8" গোষ্ঠীর উদ্ভব হয়েছিল 1973 এর তৈল সংকটের পরিপ্রেক্ষিতে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল| আমেরিকা, ইউরোপ ও জাপান থেকে আমন্ত্রিত অর্থনৈতিক উপদেষ্টাদের পরামর্শ মতো 1975 সালে ফরাসির রাষ্ট্রপতি ভ্যালেরি গিসার্ড ডি'আস্টিং ছয়টি বৃহৎ শিল্প দেশের রাষ্ট্রপ্রধান একটি বৈঠকের আহ্বান করেন| এই ছয়টি দেশ ছিল- ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, জাপান ও আমেরিকা|

ব্যামবুইনেতে অনুষ্ঠিত এই বৈঠকে স্থির হয় প্রতিবছর নিয়ম করে রাষ্ট্রপ্রধান গণ মিলিত হবেন| পরের বছর কানাডা যোগ দেয়| ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর এই গোষ্ঠীতে সদস্যপদ না পেলেও রাশিয়া মাঝে মাঝেই আমন্ত্রিত হয়েছে| 1998 সালের বার্মিংহামে অনুষ্ঠিত সম্মেলনে রাশিয়া পূর্ণ সদস্যের মর্যাদা লাভ করে| 

এই গোষ্ঠীতে আলাদা সদস্য হিসাবে গণ্য না হলেও ইউরোপীয় সংঘের যে দেশ সভাধ্যক্ষের আসনে মনোনীত হয়, সে দেশে রাষ্ট্রনায়কও G-8 সম্মেলনে যোগ দেন|

সমকালীন আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে তাল রাখার জন্য স্কটল্যান্ড এর অনুষ্ঠিত 31তম "G-8" শীর্ষ বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার উদীয়মান উন্নত কয়েকটি দেশকেও আমন্ত্রণ জানান| বর্ধিত কলেবরে এই বৈঠকে ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা যোগদান করে| তখন এই পাঁচটি দেশকে Out reach Five(O5) আখ্যা দেওয়া হয়|



তথ্যসূত্র

  1. Prakash Chandra, "international relations & comparative politics".
  2. Garrett W Brown, "The Concise Oxford Dictionary of Politics and International Relations ".

সম্পর্কিত বিষয়

  1. ওপেক কি ? | What is OPEC ? (আরো পড়ুন)
  2. সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য (আরো পড়ুন)
  3. আসিয়ানের লক্ষ্য ও উদ্দেশ্য  (আরো পড়ুন)
  4. বিশ্বায়নের সংজ্ঞা এবং তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব (আরো পড়ুন)
  5. বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐