হুমায়ুন নামা

মুঘল আমলে ইতিহাস জানার যেসব উপাদান রয়েছে, সেগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মুঘল আমলে এগুলি সংরক্ষণের ব্যবস্থা থাকলেও, কালের প্রকোপে এর অধিকাংশই নষ্ট হয়ে গেছে।

হুমায়ুন-নামা
পুরনো গ্রন্থ


এসত্ত্বেও আজও যেসব টিকে আছে, তা থেকে মুঘল যুগের নানা তথ্যাদি জানা যায়। মুঘল আমলে ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীমূলক প্রতিবেদন-সাহিত্যকর্ম হল অন্যতম। মুঘল আমলের অপর একটি উল্লেখযোগ্য আত্মজীবনীমূলক উপাদান হল, ফারসি ভাষায় রচিত 'হুমায়ুন নামা'। 

বাবরের কন্যা গুলবদন বেগম এটির রচয়িতা। এই গ্রন্থ থেকে বাবর ও হুমায়ুন সম্পর্কে অনেক তথ্য জানা যায়। 

এই গ্রন্থ থেকে শেরশাহের সঙ্গে হুমায়ুনের প্রতিদ্বন্দ্বিতা, হুমায়ুনের জীবনযাত্রা এবং হুমায়ুনের দেশত্যাগের ইতিহাস জানা যায়। মুঘল যুগের ইতিহাস রচনার উপাদান হিসেবে এই আত্মজীবনীমূলক গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য।


তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. Shireen Moosvi, "People, Taxation and Trade in Mughal India".

    সম্পর্কিত বিষয়

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐