1912 সালে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সান ইয়াৎ সেনের নেতৃত্বাধীন তুং-মেং-হুই দলের নতুন নামকরণ হয় কুয়োমিনটাং বা জাতীয়তাবাদী দল|
বিপ্লবী সংগঠনের পরিবর্তে কুয়োমিনটাং একটি সাদামাটা শিথিল সংগঠনে পরিণত হয়েছিল| ইউয়ান-শি-কাই এর ক্ষমতা দখলের পর চীনা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছিল কুয়োমিনটাং দল|
যদিও কুয়োমিনটাং এর সদস্যরা মাঝে মধ্যে সমাজসেবা মূলক কর্মসূচি, এমনকি সমাজতন্ত্রের কথাও বলতেন| তবে তারা কখনোই কৃষি সংস্কারের উপর গুরুত্ব দিতে চাননি| যদিও সান ইয়াৎ সেনের উদ্যোগেই কুয়োমিনটাং দল গঠিত হয়েছিল, তা সত্ত্বেও প্রথম থেকেই এই দলের কার্যকলাপে তিনি যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছিলেন|
পুরনো বিপ্লবী চেতনা সদস্যদের মধ্যে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সান ইয়াৎ সেন কুয়োমিনটাং এর ভেতরেই তুং-মেং-হুই ইয়ুথ ক্লাব নামে ক্ষুদ্র সংগঠন তৈরি করেন|
![]() |
সান ইয়াৎ সেন |
![]() |
কুয়োমিনটাং এর প্রতীক |
বিপ্লবী সংগঠনের পরিবর্তে কুয়োমিনটাং একটি সাদামাটা শিথিল সংগঠনে পরিণত হয়েছিল| ইউয়ান-শি-কাই এর ক্ষমতা দখলের পর চীনা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছিল কুয়োমিনটাং দল|
যদিও কুয়োমিনটাং এর সদস্যরা মাঝে মধ্যে সমাজসেবা মূলক কর্মসূচি, এমনকি সমাজতন্ত্রের কথাও বলতেন| তবে তারা কখনোই কৃষি সংস্কারের উপর গুরুত্ব দিতে চাননি| যদিও সান ইয়াৎ সেনের উদ্যোগেই কুয়োমিনটাং দল গঠিত হয়েছিল, তা সত্ত্বেও প্রথম থেকেই এই দলের কার্যকলাপে তিনি যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছিলেন|
পুরনো বিপ্লবী চেতনা সদস্যদের মধ্যে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সান ইয়াৎ সেন কুয়োমিনটাং এর ভেতরেই তুং-মেং-হুই ইয়ুথ ক্লাব নামে ক্ষুদ্র সংগঠন তৈরি করেন|
তথ্যসূত্র
- অমিত ভট্টাচার্য, "চীনের রূপান্তরের ইতিহাস 1840-1969"
- Jonathan Fenby, "The Penguin History of Modern China".
সম্পর্কিত বিষয়
- চীনের রাজনৈতিক ইতিহাসে 4ঠা মে-র আন্দোলনের গুরুত্ব (আরও পড়ুন)
- নানকিং চুক্তি কি (আরো পড়ুন)
- চীনের ইতিহাসে মুৎসুদ্দি শ্রেণীর সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................