বক্সার প্রটোকল

1899 সালে চীনে বক্সার বিদ্রোহের সূচনা হয়| প্রথমদিকে বক্সার বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল- "মাঞ্চু শাসনের অবসান ঘটানো"| কিন্তু রাজমাতা জু-সি বিদ্রোহীদের সাহায্য করলে বক্সার বিদ্রোহীদের ধ্বনি পরিবর্তন হয়| এই সময় বক্সার বিদ্রোহীদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়, মাঞ্চুদের সমর্থন করে বিদেশী ক্ষমতার ধ্বংস করা| 

এমতাবস্থায় বিদেশী শক্তিবর্গ একত্রিত হয়ে চীনের প্রতি 1900 সালের 24 শে ডিসেম্বর 12 টি শর্ত সম্বলিত একটি চুক্তির প্রস্তাব পেশ করে| অবশেষে 1901 সালে 7 ই সেপ্টম্বর চীন ও 11 টি বিদেশী শক্তির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা বক্সার প্রটোকল নামে পরিচিত| অনিচ্ছা সত্ত্বেও সামরিক শক্তির ভয়ে বক্সার প্রটোকল স্বাক্ষর করতে বাধ্য হয়|

বক্সার-প্রটোকল
চীনের মানচিত্র


বক্সার প্রটোকল মারফত চীনের উপর একটি কঠোর সন্ধি চাপিয়ে দেওয়া হয়| এই সন্ধির অনুসারে-
  1. চীনের উপর বিশাল অংকের ক্ষতিপূরণ চাপানো হয় |
  2. পিকিং এর দূতাবাসগুলো রক্ষার জন্য সেগুলিতে স্থায়িত্বভাবে বিদেশী সেনা মোতায়েন করা হয়| 
  3. চীনের 25 টি দুর্গ ভেঙে ফেলা হয় এবং 125 টি রেল স্টেশন ইউরোপীয় সেনাদের দখলে রাখা হয়|
  4. যেসব শহরে বিদেশী বিরোধী আন্দোলন প্রবল আকার নিয়েছিল, সেরকম 45 টি শহরে সরকারি চাকরিতে যোগদানের পরীক্ষা স্থগিত রাখা হয়|
  5. পরবর্তী দুই বছরের জন্য চীনে অস্ত্র নির্মাণ ও অস্ত্র আমদানি নিষিদ্ধ হয়|
  6. বক্সার বিদ্রোহের সাথে যুক্ত 12 জন রাজ পুরুষের মৃত্যুদণ্ড ও শতাধিক উচ্চপদস্থ কর্মচারী কঠোর শাস্তি দেওয়া হয়|
এক কথায় এই প্রটোকল চীনের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছিল, তবে এই প্রটোকলে চীনের বিভাজনের কোন সুপারিশ হয়নি| বক্সার প্রটোকল শর্ত মেনে রাজমাতা জু-সি রাজ সিংহাসন পেলেন বটে, তবে তার পক্ষে সিংহাসন টিকিয়ে রাখা সম্ভব ছিল না| মাঞ্চু রাজবংশের দুর্বলতা চীনা বাসীর কাছে প্রকট হয়ে ওঠে| যার ফলাফল ছিল, 1911 সালে সান-ইয়াৎ-সেনের নেতৃত্বে চীনের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা|



তথ্যসূত্র

  1. অমিত ভট্টাচার্য, "চীনের রূপান্তরের ইতিহাস 1840-1969"
  2. Jonathan Fenby, "The Penguin History of Modern China".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐