75 তম স্বাধীনতা দিবস

 আজ 15-ই আগষ্ট। স্বাধীনতা দিবস। ইতিহাস বইগুলো এবং শিক্ষক-শিক্ষিকার মুখে আমরা শৈশবকাল থেকেই বিভিন্নভাবে পরাধীন ভারত এবং  তার পরবর্তী সমস্যা/ ঘটনাগুলো শুনে এসেছি। তবে কেনো যে মনে হচ্ছে আজ অব্দি যা শুনে এসেছি তা চোখের সামনে ফুটে উঠেছে। সেই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দূর্ভিক্ষ, মহামারি,  উদ্বাস্তু সমস্যা, নিম্নবর্গের আন্দোলন, ধর্ম পরিবর্তন, বঙ্গভঙ্গ চক্রান্ত, অন্তর কলহ, কাশ্মীর সমস্যা, কালোবাজারি, কৃষক আন্দোলন , অনাহারে মৃত্যু আর যে কত কিছু। ঠিক সেই পরাধীন ভারতের ঘটনাগুলো মনে করিয়ে দিচ্ছে। তবে সেই সময় -  রক্তপাত,  রক্তক্ষ  সংগ্রাম ও শহিদের আত্মহুতির মধ্য দিয়ে আমরা প্রায় ২০০ বছরের সংগ্রামের পর স্বাধীনতা পেয়েছিলাম। আজ আবার এক স্বাধীনতা পেতে হবে। আর এই স্বাধীনতা হবে ভারতকে করোনা মুক্ত করে।  অতীতে যেমন স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধি, নেতাজি, সর্দার প্যাটেল, ভগৎ সিংহ, ক্ষুদিরাম বসু, মৌলানা আজাদ, লাল - বাল - পাল , প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, জওহরলাল নেহেরু, কনকতলা  বসু প্রমুখের ভূমিকা যেমন অনস্বীকার্য তেমনি এই সময়ে ডাক্তার,নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কারস, পুলিশ প্রমুখের ভূমিকা অনস্বীকার্য। এক স্বাধীনতা পেয়েছিলাম একসাথে জোটবদ্ধ হয়ে আর এবারের স্বাধীনতা পাবো ভারতবর্ষকে করোনা মুক্ত  করে - মাস্ক পরে, ভ্যাকসিন লাগিয়ে, দূরত্ব বজায় রেখে ,অকারণে ঘরের  বাইরে না বেরিয়ে  এবং  সরকারের গাইডলাইনস‌ মেনে চলে। তবেই তো হবে আবার সম্পূর্ণ স্বাধীন ভারত😊😊



🇮🇳🇮🇳Happy independence day to all 🇮🇳🇮🇳



#  মাস্ক পরো ইন্ডিয়া। ভ্যাকসিন লাগাও ইন্ডিয়া ।   

                     

                            😷😷 💉💉 



                      ❤️❤️ জয় হীন্দ। বন্দেমাতরম।❤️❤️


Author of this post

Name- Tanuara khatun
About- তিনি বর্তমানে ইতিহাসের ছাত্র
Read more- (click here)

   
       ------------------------------------------------------------
 


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐