ত্রিশক্তি সংগ্রাম কি

হর্ষবর্ধনের মৃত্যুর পর 647 খ্রীষ্টাব্দে উত্তর ভারতের সার্বভৌম শক্তির অভাব দেখা দেয়। এর পর খ্রিস্টীয় অষ্টম শতকের পূর্ব ভারতে পাল বংশ, পশ্চিম ভারতের প্রতিহার বংশ ও দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ একই সঙ্গে শক্তিশালী হয়ে ওঠে। এই তিন শক্তি প্রত্যেকেই কৌনজ এর উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইলে এই দীর্ঘকালব্যাপী সংঘর্ষের সৃষ্টি হয়, তা  ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম হিসেবে পরিচিত।

ত্রিশক্তি সংগ্রাম কি

ত্রিশক্তি সংগ্রাম কি


ত্রিশক্তি সংগ্রাম এর কারণ

  1. অষ্টম ও নবম শতকে কৌনজ ছিল ভারতীয় রাজাদের কাছে ক্ষমতার প্রতীক। কৌনজ দখল রাখতে পারলে তা রাজার মর্যাদার বৃদ্ধি পেত। যেমন- পশ্চিম এশিয়ার যোদ্ধা জাতিদের কাছে ব্যাবিলন বা টিউটিনিক জাতির কাছে রুশ দখল ছিল মর্যাদার প্রতীক।
  2. এছাড়া গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত এই অঞ্চলটি ছিল উর্বর, তাই অর্থনৈতিক দিক থেকেও এর খুব গুরুত্ব ছিল।

ত্রিশক্তি সংগ্রাম এর বিবরণ ও ফলাফল

783 খ্রিস্টাব্দে প্রতিহার রাজ বৎস কৌনজ দখল করে, তখন পাল রাজা ধর্মপাল প্রতিহার রাজ বৎসের বিরুদ্ধে অভিযান করে পরাজিত হন। তখন বৎসের এই ক্ষমতা বৃদ্ধিতে রাষ্ট্রকূট রাজা ধ্রুব আতঙ্কিত হয়ে বৎসের বিরুদ্ধে অভিযান করেন। যুদ্ধে বৎস পরাজিত হন, কিন্তু ধ্রুব এরপর দক্ষিণ ভারতে ফিরে যান। এর ফলে ধর্মপাল কৌনজ সহ এক বিস্তীর্ণ অঞ্চল অধিকার করেন। কিন্তু ধর্মপালের কৌনজ দখল বেশিদিন স্থায়ী হয়নি। কারণ প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট ধর্মপালকে পরাজিত করে কৌনজ দখল করে নেয়। তখন ধর্মপালের সমর্থনে এগিয়ে আসেন তার শশুর দক্ষিণের রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ এবং শুরু হয় কৌনজকে কেন্দ্র করে দ্বিতীয় পর্বের ত্রিশক্তি সংগ্রাম।


FAQ’s (ত্রিশক্তি সংগ্রাম থেকে কিছু প্রশ্ন উত্তর) 

১. ত্রিশক্তি সংগ্রামের প্রধান কেন্দ্র কোথায় ছিল ?
উত্তর- কৌনজ ।

২. ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? 
উত্তর- ত্রিশক্তি সংগ্রাম পাল বংশ, পশ্চিম ভারতের প্রতিহার বংশ ও দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ এর মধ্যে হয়েছিল। 

৩. ত্রিশক্তি সংগ্রাম এর মূল কারণ কি ছিল ?
উত্তর- ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ ছিল, গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত কৌনজ অঞ্চলটি ছিল উর্বর, তাই অর্থনৈতিক দিক থেকেও এর খুব গুরুত্ব ছিল অপরিসীম এবং তখনকার সময় কৌনজ দখল মানেই ভারতীয় রাজাদের ক্ষমতার বৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত হতো।

৪. ত্রিপাক্ষিক যুদ্ধ কতদিন চলেছিল ?
উত্তর- প্রায় 200 বছর।


তথ্যসূত্র

  1. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                         -----------------------------


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐