২১ মে ইতিহাসের এই দিনে

আজ ২১ মে। আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে আপনি জানতে পারবো যে, আজকের দিনটির কতটা গুরুত্ব রয়েছে !

২১ মে ইতিহাসের এই দিনে


ঐতিহাসিক ঘটনাবলী

👉 ১৫০২ খ্রিস্টাব্দে হেলেনা দ্বীপ আবিষ্কার করেছিলেন জোয়া দ্য নোভা সেন্টের এবং এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৭৪৪ খ্রিস্টাব্দে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল আজকের দিনের থেকেই।

👉 ১৮৫১ খ্রিস্টাব্দে আজকের দিনেই স্বর্ণ আবিষ্কৃত হয়েছিল অস্ট্রেলিয়ায় এবং এই স্বর্ণ আবিষ্কৃত হওয়ার পর থেকেই সেই দেশের অনেকটাই আর্থিক দিক থেকে উন্নতির সাহায্য করেছিল।

👉 ১৮৭৭ খ্রিস্টাব্দে দশম রুশ এবং তুরস্ক যুদ্ধ শুরু হয়েছিল এবং এই মর্মান্তিক ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়েছিল আজকের দিন থেকেই।

👉 ১৯০৪ খ্রিস্টাব্দে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত হয়েছিল আজকের দিনেই এবং এই অ্য্যসোসিয়েশনটি বর্তমানে খেলার ইতিহাস জগতের আজও ভুমিকা পালন করে।

👉 ১৯৩৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল  বেঙ্গল মোশন পিকচার এ্যাসোসিয়েশন

👉 ১৯৫৬ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন এবং এই ঘটনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৯৯১ খ্রিস্টাব্দে মাদ্রাজের কাছে এক মানব আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং ভারত এই আত্মঘাতী বোমা হামলায় রাজীব গান্ধীকে চিরতরে হারিয়ে ফেলে। এই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ২০০৩ খ্রিস্টাব্দে আলজেরিয়ায় আজকের দিনেই এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের ফলে সেখানে দুই হাজারের লোক নিহত হয়েছিল এবং প্রচুর মানবসম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐