ভারতের ইতিহাসে রাজপুত যুগ‌

রাজপুত্র কথাটির অপভ্রংশ রূপ হল রাজপুত। কবি বানভট্টের মতে, তৎকালীন সময়ে সমাজের উচ্চ বর্ণের ক্ষত্রিয়দের বলা হতো রাজপুত। সময়কালের বিচারে হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে মুসলিম আক্রমণের সময়কালকে এক কথায় রাজপুত যুগ বলা হয়ে থাকে।

ভারতের ইতিহাসে রাজপুত যুগ

👉 রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত মতামত 

এই সময় রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে নানা মতামত রয়েছে। কিংবদন্তি অনুসারে রাজপুতরা চন্দ্র ও সূর্যবংশীয় ছিলেন। 

বাহ্মন কবি চাঁদ বরদৈ- এর রহস্য গ্রন্থ থেকে জানা যায়- মাউন্ট আবু পাহাড়ের বশিষ্ঠ মুনির ১৪ দিন ধরে যঙ্গ বা প্রার্থনা করার পরে যজ্ঞের অঙ্গী অগ্নিকুণ্ড থেকে পতিহার, পরমার, চৌহান, চালুকৃত, কলচুরি, সোলাঙ্কি প্রমুখ রাজপুত বীরের উদ্ভব হয়েছিল। রাজপুত জাতির এই জন্মতত্ত্বকে বলা হয় অগ্নিকুল মতবাদ। কিছু কিছু ঐতিহাসিক এই মতবাদ এর সত্যতা মেনে নিতে চাননি। 


👉 আধুনিক মতামত 

কিছু কিছু আধুনিক ঐতিহাসিক যেমন ডঃ ভান্ডারকর, উইলিয়াম কুক প্রমুখো মনে করেন, বৈদেশিক জাতি থেকে রাজপুত জাতির উদ্ভব। ঐতিহাসিক কর্নেল টড Annals and Antiquities of Rajasthan গ্রন্থে বলেছেন- শক, হূন, কুষাণ ও গুর্জর জাতির মানুষ উদ্দিষ্ট স্থানে বসবাসের সময় ভারতীয় নারীদের বিবাহ করেন। কালক্রমে ঐসব বিদেশিদের বংশধরেরা শৌর্যে-বীর্যে বলিয়ান হয়ে ওঠে যারা রাজপুত নামে পরিচিত। কিছু কিছু ঐতিহাসিক আবার রাজপুতদের মিশ্র জাতিও বলেছেন।



📜তথ্যসূত্র

  1. সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)।
  2. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
  3. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".

📖সম্পর্কিত বিষয়

  1. ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)।
  2. বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)‌।
  3. প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য  (আরো পড়ুন)।
👉সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏🙇‍♂️।
                     ....................🙏...................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐