সলবাই সন্ধি

1782 খ্রিস্টাব্দে মারাঠার নায়ক মহাদজী সিন্ধিয়া মধ্যস্থতায় ইংরেজ ও মারাঠাদের মধ্যে যে সন্ধি স্বাক্ষরিত হয়, তা ইতিহাসে সলবাই সন্ধি নামে পরিচিত| এই সন্ধির দ্বারা দুই পক্ষে শান্তি স্থাপিত হয় এবং প্রথম মারাঠা যুদ্ধের অবসান ঘটে|

সলবাই সন্ধি
ব্রিটিশ পতাকা
সলবাই সন্ধি
ব্রিটিশ সৈনিক


সলবাইয়ের সন্ধির শর্ত অনুসারে বলা হয় যে,
  1. ইংরেজরা মাধব রাও নারায়ণকে পেশোয়া বলে স্বীকার করবে এবং রগুনাথ রাও এর পক্ষ ত্যাগ করবে|
  2. রগুনাথকে বার্ষিক তিন লক্ষ টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়|
  3. ইংরেজরা সলসেট, থানে, বোম্বাই সংলগ্ন কিছু অঞ্চল লাভ করে|
সমকালীন ভারতের ইতিহাসে নানা কারণে এই সন্ধি গুরুত্বপূর্ণ ছিল| এই সন্ধির দ্বারা ইংরেজদের প্রভাব-প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পায়| এই সন্ধি দীর্ঘ কুড়ি বছর মারাঠা ও ইংরেজদের মধ্যে শান্তি বজায় থাকে|

এই বিরামহীন সময়ের মধ্যে ইংরেজরা শক্তি সংগ্রহ করে মহীশূর, নিজাম, অযোধ্যার নবাব প্রভৃতি এসব শক্তিগুলিকে ধ্বংস করার পর ইংরেজরা সর্বশক্তি নিয়ে মারাঠাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়|

পরিশেষে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মতে, এই সন্ধি শক্তিশালী মারাঠাদের সঙ্গে ইংরেজদের কুড়ি বছরের শান্তি স্থাপন করে আগামীদিনের ভারতীয় রাজনীতির নিয়ন্ত্রণ কর্তা হিসেবে আধিপত্য স্থাপনের  সুযোগ করে দেয়|


তথ্যসূত্র

  1. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশী থেকে পার্টিশন"
  2. Ranjit Desai, "Shivaji: The Great Maratha".
  3. Sonali Bansal, "Modern Indian History".

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐