ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব

বিংশ শতাব্দীর ইতিহাসে সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়| এই যুদ্ধে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলি অংশগ্রহণ করেছিল| ভারতবর্ষ সরাসরি এই যুদ্ধে অংশীদারি না হলেও কিছুটা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল| 

স্বভাবত ভারতবর্ষের অর্থনীতি, সমাজ, রাজনৈতিক জীবনের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল| তবে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে এই যুদ্ধের প্রভাব ছিল সব থেকে বেশি|

ভারতের-উপর-প্রথম-বিশ্বযুদ্ধের-প্রভাব



রাজনৈতিক প্রভাব 

প্রথম বিশ্বযুদ্ধে ভারতের ইংরেজ সরকার ভারতবর্ষকে এই যুদ্ধে শরিক হতে বাধ্য করেছিল|  ভারতের জাতীয় কংগ্রেসের আশা ছিল যে, যুদ্ধ শেষে ইংরেজ সরকার ভারতকে কিছু রাজনৈতিক সুবিধা ও অধিকার দান করবে| তাই গান্ধীজী দেশবাসীর কাছে সরকারকে সাহায্য করার আহবান জানান|


ভারতের-উপর-প্রথম-বিশ্বযুদ্ধের-প্রভাব
গান্ধীজী
ভারতের-উপর-প্রথম-বিশ্বযুদ্ধের-প্রভাব
গান্ধীজী

ভারতের-উপর-প্রথম-বিশ্বযুদ্ধের-প্রভাব



তবে রাজনৈতিক দিক থেকে প্রথম বিশ্ব যুদ্ধের শেষে ভারতবাসী মোহ ভঙ্গ হয়| ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে স্বায়ত্তশাসন তুলে দিতে রাজি ছিল না| এক কথায় অকৃতজ্ঞ ব্রিটিশ সরকার ভারত সম্পর্কে তাদের চিরাচরিত উপনিবেশিক দৃষ্টিভঙ্গি আঁকড়ে থাকে| এরফলে আশাভঙ্গের যন্ত্রণায় ভারতবাসী কাতর হয় এবং পরবর্তী রাজনৈতিক কর্মসূচি রূপায়ণে বিষয়ে বিভিন্ন চিন্তাভাবনা শুরু হয়|

এছাড়াও আরেকটি রাজনৈতিক দিক হলো প্রথম বিশ্বযুদ্ধের শেষে ইংল্যান্ড তুরস্ক সাম্রাজ্যকে ভাগ করার সিদ্ধান্ত নিলে মুসলমান সমাজ এর প্রতিবাদ করে|ভারতেও এই প্রতিবাদ ধ্বনিত হয় এবং খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে তা আত্মপ্রকাশ করে|

সর্বোপরি প্রথম বিশ্বযুদ্ধের পরেই মিশর, আয়ারল্যান্ড ইত্যাদি দেশের ব্রিটিশ বিরোধী ভূমিকা ভারতীয় জাতীয় আন্দোলনকে উজ্জীবিত করে| অতঃপর জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ যৌথ কর্মসূচি রূপায়ণের ইচ্ছা প্রকাশ করে, যা ভারতীয় রাজনীতিকে এক নতুন গতি প্রদান করে|



অর্থনৈতিক প্রভাব

প্রথম বিশ্বযুদ্ধে দ্বারা ভারতীয় অর্থনীতি যথেষ্ট প্রভাবিত হয়েছিল| তবে এই প্রভাব ছিল সম্পূর্ণ নেতিবাচক| যুদ্ধের বিপুল ব্যয়, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্য মন্দা, বেকারত্ব ইত্যাদি ফলে ভারতীয় অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে পড়ে| বিভিন্ন দিক থেকে এই অর্থনীতির প্রভাবকে ব্যাখ্যা করা যায়, যেমন-
  1. প্রথম বিশ্বযুদ্ধের বিপুল ব্যয় মেটানোর জন্য ইংরেজ সরকার ভারতের শোষণের মাত্রা বাড়িয়ে দেয়| জনসাধারণের উপর অত্যাধিক করের বোঝা চাপানো হয়|
  2. প্রথম বিশ্বযুদ্ধের ফলে মুদ্রা স্ফীতির জন্য সারা দেশে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে| এমনকি কেমব্রিজ ঐতিহাসিক জুডিথ ব্রাউন "Gandhi rise to power" গ্রন্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বর্ণনা করেছেন|
  3. প্রথম বিশ্বযুদ্ধের সূত্রে গৃহীত সংরক্ষণ নীতি ভারতীয় অর্থনীতিতে কিছু অদ্ভুত পরিবর্তন নিয়ে আসে| কিছু ধনী ব্যবসায়ী এতে লাভবান হলেও ভারতবাসীর জীবন আরো অন্ধকারময় হয়ে উঠে|

উপসংহার

সামগ্রিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণে মনে হয় যে, বিধ্বংসী যুদ্ধের প্রভাব ভারতীয় অর্থনীতিকে নিঃশেষ করে দেয়| তবে ধ্বংসের থেকে কিছু আশা সৃষ্টি হয়, কারণ এই সময় জাতীয়তাবাদ পূর্ণ রূপে বিকশিত হয়| এর পাশাপাশি শ্রমিক আন্দোলন ভারতীয় রাজনীতিতে এক নতুন আশার সঞ্চার করে, যা থেকে সৃষ্টি হয় ট্রেড ইউনিয়ন আন্দোলনের আগমন|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Dennis Kincaid, "British Social Life In India, 1608–1937".

সম্পর্কিত বিষয়

  1. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  2. জাতীয়তাবাদ বলতে কি বুঝায় (আরো পড়ুন
  3. ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন এর সংক্ষিপ্ত ইতিহাস (আরো পড়ুন
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐