স্পেন কেন নেপোলিয়নের পতনের কারণ

মহাদেশীয় ব্যবস্থার সূত্র ধরে নেপোলিয়ানের বিরুদ্ধে ইউরোপের জনমানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তার প্রতিফল প্রথম দেখা যায় স্পেনে| এখানে নেপোলিয়ান এক দীর্ঘ যুদ্ধ জালে কবলিত হন|

স্পেন-কেন-নেপোলিয়নের-পতনের-কারণ
নেপোলিয়ান বোনাপার্ট
স্পেন-কেন-নেপোলিয়নের-পতনের-কারণ
নেপোলিয়নের সাম্রাজ্য


মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন| এরফলে ইউরোপের বিভিন্ন দেশের সাথে বিরোধে লিপ্ত হন| ইংল্যান্ডের মিত্র দেশ পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে রাজি না হলে নেপোলিয়ান পর্তুগাল অধিকার করেন|


এরপর পার্শ্ববর্তী দেশ স্পেনকে কুক্ষিগত করার জন্য নেপোলিয়ান নিজ ভ্রাতাকে 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে বসান| নেপোলিয়ানের এই বিশ্বাসঘাতকতা এবং নগ্ন সাম্রাজ্যবাদী মনোভাব স্পেনীয় জন মানুষকে প্রচন্ড প্রচন্ড ক্ষুব্ধ করে তুলে| তারা ফরাসিদের বহিষ্কার করার জন্য আন্দোলন শুরু করেন, কিন্তু নেপোলিয়ান অজস্র অর্থ ব্যয় করে সামরিক বাহিনীর সাহায্যে নিজ ভ্রাতাকে স্পেনের সিংহাসনে টিকিয়ে রাখতে সচেষ্ট হন, যার ফলে এক বিরাট সৈন্যদল স্পেনে আটকে পড়ে|

ধীরে ধীরে স্পেনের সমস্ত প্রদেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ফরাসি বাহিনী নাজেহাল হয়ে পড়ে| ইংল্যান্ড স্পেন বাসীদের সাহায্যের জন্য এগিয়ে আসলে নেপোলিয়নের পতন অনিবার্য হয়ে পড়ে, এতে নেপোলিয়ানের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুন্ন হয়|

স্পেনই নেপোলিয়ানের সামরিক গৌরবের সমাধি ক্ষেত্রে পরিণত হয়| পরবর্তী জীবনে সেন্ট হেলেনা দ্বীপে বন্দিদশায় নেপোলিয়ন বলেছেন, "It was the spanish ulcer that ruined me".



তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Adam Zamoyski, "Rites of Peace: The Fall of Napoleon and the Congress of Vienna".
  3. George Holmes, "The Oxford History of Medieval Europe".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐