কালো মৃত্যু

চতুর্দশ শতকের ইউরোপে যে কয়টি রোগ মহামারীর আকারে দেখা দিয়েছিল, "প্লেগ" ছিল তাদের মধ্যে অন্যতম| প্লেগ সাধারনত দুই ধরনের- বিউ বোনিক এবং নিউ মোনিক| এর মধ্যে নিউ মোনিক প্লেগের আক্রমণে রোগীর গাত্রবর্ণ কালো হয়ে যেত, তাই প্লেগ রোগের আরেক নাম ছিল "কালো মৃত্যু" বা "Black Death"|

কালো-মৃত্যু



তবে চতুর্দশ শতকের ইউরোপের যে প্লেগ মহামারী হিসাবে আত্মপ্রকাশ করেছিল, তার প্রকৃতি ছিল মিশ্র| সাধারণভাবে মনে করা হয় যে, চতুর্দশ শতকে রেশম পথ দিয়ে পশ্চিমগামী, মঙ্গল বাহিনী ও বণিকদের মাধ্যমে প্লেগ রোগের ভাইরাস ইউরোপে প্রবেশ করেছিল|

প্লেগ রোগের আক্রমণ প্রথম দেখা দেয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, তারপর ধীরে ধীরে ইউরোপের অভ্যন্তরে প্রবেশ করেছিল| গবেষকদের অনুমান এই সময় ইউরোপের 80 মিলিয়ন জনসংখ্যার মধ্যে 25 মিলিয়ন মানুষ প্লেগ রোগে মারা গিয়েছিল| 

এরকম একটি ভয়াবহ মহামারী ইউরোপের আর্থ-সামাজিক জীবনের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে| ইউরোপের জনসংখ্যা 1/3 অংশ হ্রাস পাওয়ার ফলে কৃষি, শিল্প ও বাণিজ্যে কৃষক-শিল্পি-কারিগর ও শ্রমিক সরবরাহ কমে যায়, উৎপাদন হ্রাস পায়| কৃষকের অভাবে বহু কৃষি জমি অনাবাদি হয়ে থাকে|



তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. George Holmes, "The Oxford History of Medieval Europe".
  3. C. Warren Hollister, "Medieval Europe: A Short History".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐