এগারো বছরের স্বৈরতন্ত্র

ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস এর রাজত্বকালের(1624-40) সূচনা থেকেই পার্লামেন্টের সঙ্গে তাঁর সংঘাতের সূত্রপাত| ট্রেভেলিয়ানের ভাষায়, পার্লামেন্টকে চার্লস পরামর্শদাতা হিসেবে মানতে রাজি ছিলেন, কিন্তু তার প্রভূত্ব মানতে রাজি ছিলেন না| 

কিন্তু পার্লামেন্ট কেবলমাত্র উপদেষ্টা হয়ে থাকতে রাজি ছিল না, রাজা ও পার্লামেন্টের বিপরীত মুখী চিন্তাধারার সংঘাতে প্রথম চার্লস 1629 সালে পার্লামেন্টের অধিবেশন ভেঙে দেন| পরবর্তী 11 বছর তিনি পার্লামেন্টের সাহায্য ছাড়াই দেশ শাসন করেন, এই সময়কাল "eleven years tyranny" বা "এগারো বছরের স্বৈরতন্ত্র" নামে আখ্যায়িত|

এগারো-বছরের-স্বৈরতন্ত্র
চার্চ


এই কঠোর ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মুখ্য ভূমিকা ছিল ওয়েন্টওয়ার্থ ও আর্চবিশপ লড এর| তাদের পরামর্শ অনুযায়ী রাজা তার এই এগারো বছরের স্বৈরতন্ত্র পরিচালনা করেন| চার্লসের বিশ্বাস ছিল রাজাই ইংল্যান্ডের সংবিধান ও চার্চের অভিভাবক| 

তিনি ঘোষণা করেন যে, ইংল্যান্ডের চার্চের প্রতিষ্ঠিত মতবাদকে তিনি বজায় রাখবেন| ধর্মনীতির দিকটি চার্লস পুরোপুরি লড এর হাতে ছেড়ে দেন| লড এর নেতৃত্বে গঠিত "হাই কমিশন আদালত" রাজার স্বৈরতন্ত্রের হাতিয়ার হয়ে উঠে| অন্য দুটি হাতিয়ার ছিল প্রিভি কাউন্সিল ও স্টার চেম্বার আদালত|

ওয়েন্টওয়ার্থ ও আর্চবিশপ লড দুইজনের সম্মিলিত নেতৃত্বে এই এগারো বছর এত কঠোর শাসন ব্যবস্থা প্রচলিত হয় যে, তা অত্যাচারের পর্যায়ে পড়েছিল| প্রজাদের অধিকার হরণ করে, রাজকীয় তাদের অমান্যকারীদের শাস্তি প্রদান করে, বিভিন্নভাবে প্রজাদের কাছ থেকে জবরদস্তি অর্থ সংগ্রহ করে- এক ভয়ানক দমননীতির সূচনা করেছিল এই এগারো বছরের স্বৈরতন্ত্র|



তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. C. Warren Hollister, "Medieval Europe: A Short History".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐