সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তর সম্পর্কিত মরিস ডব এর বক্তব্য

পঞ্চদশ-সপ্তদশ শতকের সময়কালে সামন্ততান্ত্রিক অর্থনীতির ধনতান্ত্রিক অর্থনীতিতে রুপান্তর হয়েছিল বলে ঐ সময়কে সামন্ততান্ত্রিক ও ধনতান্ত্রিক যুগের সন্ধিক্ষণের সময় বলে মনে করা হয়| 

সামন্ততন্ত্র-থেকে-পুঁজিবাদের-রূপান্তর
কাল মার্কস

সামন্ততন্ত্র-থেকে-পুঁজিবাদের-রূপান্তর
কৃষক


এক্ষেত্রে কাল মার্কসের ধনতন্ত্রের উত্থান বিষয়ক আলোচনার প্রথম ঐতিহাসিক রূপ দেন অধ্যাপক মরিস ডব| মরিস ডব চতুর্দশ শতকে খাজনার নগদীকরণ শুরু হলে খাজনা মেটানোর তাগিদে কৃষকেরা তাদের উৎপাদনের একটা বড় অংশ নগদের বিনিময়ে বাজারে বিক্রি করতে শুরু করে| 

কৃষকদের মধ্যে অপেক্ষাকৃত সচ্ছল যারা ছিল, তারা ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব উৎপাদন নিয়ে শহরের বাজারে বিক্রি করতে শুরু করে| সেই বাণিজ্য থেকে যা মুনাফা হয়, তা দিয়ে অন্যান্য গ্রামবাসীর থেকে তাদের ফসলের একটা অংশ কিনে নিয়ে আবার বাজারে নিয়ে যেত| ডবের মতে, এই ভাবেই সাধারণ কৃষক পুঁজিপতি কৃষক-বণিকে পরিণত হয়েছিল| 

শহরের বণিকও কৃষিপণ্যের সন্ধানে গ্রামে আসতো ঠিকই, কিন্তু ডবের মতে, ধনতন্ত্রের উত্থানে পুঁজিপতি কৃষকের ভূমিকা আরো বেশি তাৎপর্যপূর্ণ ছিল| কারণ বিত্তশালী কৃষক কৃষি উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে জমিতে লগ্নি করতে শুরু করে, সেখানে পুঁজিবাদী কৃষক উদ্বৃত্ত জমিতে লগ্নি করে ভূস্বামীতে পরিণত করে পূঁজি বাড়াতে সফল হয় এবং সেখানে বাণিজ্যের সাধনও তুলনামূলকভাবে বেশি থাকে| ফলস্বরূপ বাণিজ্য বিশেষ লাভজনক সাব্যস্ত হয়| সেক্ষেত্রে সমাজের অন্যান্য শ্রেণিও অনুরূপভাবে কৃষি ও বাণিজ্য লগ্নি করতে সম্মত হয়| 

এরকম পরিস্থিতিতে ধনতন্ত্রের প্রকৃত বিকাশ সম্ভব হতে পারে- যেমন হয়েছিল সপ্তদশ সপ্তদশ শতকের ইংল্যান্ডে| সামান্য কিছু বিশেষ বিষয়ে অল্প-বিস্তর মতান্তর থাকলেও এই ব্যাখ্যা পল সুইজি, কোহাচিরো তাকাহাশি প্রমূখ ঐতিহাসিকরা মোটের উপর মেনে নিয়েছেন|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Rodney Hilton, "The Transition from Feudalism to Capitalism".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐