কেন ইংল্যান্ডের মঠ ব্যবস্থার ধ্বংস সুনিশ্চিত হয়

মধ্যযুগের সন্ন্যাসীদের নিঃস্বার্থ প্রচেষ্টায় সমস্ত ইউরোপে অসংখ্য মঠ গড়ে উঠেছিল| সেই সময় এগুলি ছিল শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র| সেবামূলক কাজেও মঠবাসীরা আত্মনিয়োগ করত|
মঠ
মঠ


কিন্তু বিভিন্ন কারণে এই মঠ ব্যবস্থার অন্তিমকাল আসন্ন হয়ে পড়েছিল এবং টমাস ক্রমওয়েল ভাইকার জেনারেল(vicar general) হিসাবে নিযুক্ত হলে মঠ ব্যবস্থার ধ্বংস সুনিশ্চিত হয়| 
  1. প্রথমত; ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে মঠগুলি দুর্নীতি ও ভোগবিলাসের কেন্দ্রে পরিণত হয়েছিল| নৈতিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল| মঠগুলির সম্পদ শিক্ষা ও জ্ঞানের আলো প্রসারের জন্য ব্যায়িত হতো না| এগুলি অবাঞ্ছিত পুরুষ ও মহিলাদের আখড়ায় পরিণত হয়েছিল| জনগণের কাছে মঠগুলির আধ্যাত্বিক মূল্য সম্বন্ধে বিরূপ মনোভাব গড়ে ওঠে| উপরন্ত এই সময় কোলেট, ইরাসমস প্রমুখ মনীষীদের লেখনীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে জনগণ মঠ ব্যবস্থার  প্রতি বিরাগ ভাজন হয়ে উঠেছিল|
  2. দ্বিতীয়ত; 1530 এর দশকে "Reformation parliament" এর মাধ্যমে ইংল্যান্ডের চার্চের উপর রাজার সর্বাত্মক প্রভুত্ব প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ইংল্যান্ডের মঠগুলি পোপের ক্ষমতার স্তম্ভ হিসেবে রয়ে গিয়েছিল| 1535 সালে "Act of Supremacy" এর মাধ্যমে ইংল্যান্ডের চার্চের উপর থেকে পোপের ক্ষমতা অপসারিত হওয়া সত্ত্বেও মঠাধ্যক্ষরা ইংল্যান্ডের রাজাকে তাদের প্রভু বলে মেনে না নিলে রোমের প্রতি শ্রদ্ধা নিবেদন করত| বলাবাহুল্য হেনরি এই মঠগুলির ধ্বংস করে ইংল্যান্ডের পোপের আধিপত্যকে খর্ব করতে চেয়েছিলেন| 
  3. তৃতীয়ত, অর্থনৈতিক কারণেও অষ্টম হেনরি মঠগুলির উচ্ছেদ চেয়েছিলেন| মঠগুলির অধীনে বিশাল ভূসম্পত্তির সঞ্চিত ছিল| এই সময় দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য মঠগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করা অত্যাবশ্যক ছিল|
একসঙ্গে মঠগুলির উচ্ছেদ করলে প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হবে মনে করে দূরদর্শী হেনরি দুটি পর্যায়ে এগুলিকে উচ্ছেদ করতে সচেষ্ট হন| প্রথমে ভাইকার জেনারেল ক্রমওয়েল 1535 সালে পার্লামেন্টে একটি আইন পাশ করে বাৎসরিক আয় 200 পাউন্ডের কম এই ধরনের 400 টি মঠের উচ্ছেদ করেন| পরবর্তীতে 1539 সালের পার্লামেন্ট আইন জারি করে বাকি সমস্ত মঠের উচ্ছেদ করা হয়|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. C. Warren Hollister, "Medieval Europe: A Short History".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐