স্বরাজ দল

১ লা জানুয়ারি, ১৯২৩ সালে চিত্তরঞ্জন দাশ ও মোতিলাল নেহেরু প্রমুখ নেতৃবৃন্দ কংগ্রেসের অভ্যন্তরে "কংগ্রেস খিলাফত স্বরাজ দল" বা "স্বরাজ দল" প্রতিষ্ঠা করেন। 

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এই দলকে "জাতীয় কংগ্রেসের অভ্যন্তরস্থ একটি দল এবং কংগ্রেসের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছেন"। এই নবগঠিত দলের সভাপতি হন চিত্তরঞ্জন দাশ এবং অন্যতম সম্পাদক হন মোতিলাল নেহেরু।

স্বরাজ-দল
ব্রিটিশ পতাকা
স্বরাজ-দল
ভারতের মানচিত্র




স্বরাজ দলের উদ্দেশ্য 

এই দলের উদ্দেশ্য ছিল -
  1. নির্বাচনে অংশগ্রহণ করে আইনসভায় প্রবেশ করা।
  2. আইনসভায় প্রবেশ করে নিয়মিত, সুসংবদ্ধ ও নিরন্তর বাধা সৃষ্টি করে সরকারকে অকেজো করে দেওয়া।
  3. নানাবিধ বিল ও প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতীয়তাবাদের অগ্রগতিতে সহায়তা করা। 
  4. সরকারি বাজেট প্রত্যাখ্যান করা।
  5. সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিদেশী শাসন বন্ধ করা।
১৯২৩ সালের নির্বাচনে স্বরাজ দল বোম্বাই, মধ্যপ্রদেশ, আসাম ও যুক্তপ্রদেশে ব্যাপক সাফল্যতা অর্জন করে এবং বাংলায় এই দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়। বাংলায় ৮৫ টি আসনের মধ্যে ৪৭টি আসন পায়, যার মধ্যে ২১ টি ছিল মুসলিম আসন।  কেন্দ্রীয় আইনসভায় ১০১ টি আসনের মধ্যে স্বরাজ দল ৪৫ টি আসনে জয়লাভ করে।

প্রাদেশিক ও কেন্দ্রীয় আইনসভায় স্বরাজ দলের বিরোধীতা নীতি গ্রহণের ফলে সরকার পর পর তিনবছর(১৯২৪-১৯২৫, ১৯২৫-১৯২৬ এবং ১৯২৬-১৯২৭) কেন্দ্রীয় আইনসভায় অর্থবিল ও বাজেট পাশ করাতে ব্যর্থ হয়।

প্রথমদিকে বেশ কিছু সাফল্য অর্জন করলেও শেষে স্বরাজ দল ব্যর্থ হয়ে যায়। তবে রাজনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হলেও জাতীয় জীবনে এক সংকটময় অবস্থায় দেশবাশীকে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সংযুক্ত রাখতে সফল হয়েছিল স্বরাজ দল(১৯২৩-১৯২৬)।



তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারতের ইতিহাস"
  2. Rajiv Ahir I.P.S, "A Brief History Of Modern India".
  3. Sonali Bansal, "Modern Indian History".

সম্পর্কিত বিষয়

  1. দাদাভাই নওরোজি মতে, ব্রিটিশ ভারতের জাতীয় আয় নির্ণয় (আরো পড়ুন)
  2. অর্থনৈতিক জাতীয়তাবাদ বা Economic Nationalism  (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)

Author of this post

Name- Tanuara khatun
About- তিনি বর্তমানে ইতিহাসের ছাত্র
Read more- (click here)

                      .......................................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐