পাল যুগের চিত্রকলা

ভারতীয় চিত্রকলার ইতিহাসে পাল যুগের চিত্রকলার একটি বিশেষ স্থান আছে| এই যুগের দুই বরেন্দ্রবাসী শিল্পী ধীমান ও তাঁর পুত্র বিটপালের নাম উল্লেখ রয়েছে| তিব্বতি ঐতিহাসিক লামা তারনাথ লিখেছেন যে, পিতা ও পুত্র উভয়ই তখন ধাতব মূর্তি শিল্পে এবং চিত্র শিল্পের একটি বিশিষ্ট শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিলেন|

পাল-যুগের-চিত্রকলা
ধাতব মূর্তি শিল্প

পাল-যুগের-চিত্রকলা
পুঁথি


নালন্দার একটি মন্দিরের অভ্যন্তরে দেওয়ালের গাত্রে পাল যুগের শিল্পকলা কিছু নিদর্শন আজও বিদ্যমান| তবে পাল চিত্রকলার প্রকৃত পরিচয় পাওয়া যায় সেই যুগের চিত্র সংযুক্ত পুঁথিতে| 

তাল পাতায় অথবা কাগজে হাতের লেখা পুঁথির শোভা বর্ধক ও অলংকার করণের উদ্দেশ্যে এই চিত্রগুলি অঙ্কিত| অবশ্য পুঁথি চিত্রগুলির সঙ্গে পুঁথির বিষয়বস্তুর কোন সম্পর্ক নেই| চিত্রগুলি সচেতন হলেও কিন্তু চরিত্রে ব্যাপক| বিষয়বস্তু ও গুণগত সৌন্দর্যের অতীব সমৃদ্ধ এই চিত্রগুলি|

চিত্র সম্বলিত এই পুঁথিগুলির অধিকাংশই পাওয়া গেছে নেপালে, কিছু বঙ্গদেশে ও বিহারে| দশম থেকে দ্বাদশ শতকের শেষ পর্যন্ত- এই সময়ের মধ্যে এগুলির লিখিত ও চিত্রিত হয়| মোট চিত্রাবলীর সংখ্যা 400 এর কাছাকাছি| পুঁথিগুলি প্রায় সবগুলি বৌদ্ধধর্ম সমন্বয়ী| 

পুঁথিগুলিতে চিত্রিত হয়েছে বুদ্ধদেব ও বিভিন্ন বৌদ্ধ দেব-দেবী| চিত্রিত দেবদেবীর মধ্যে আছে মৈত্রীয়, মহাকাল, বজ্রপানি, তারা, মহাপ্রতিসরা, কুরুকুল্লা, চুন্ডা, বজ্রস্বত্ব, মোঞ্জ ঘোষ প্রভৃতি|

এই চিত্রগুলিতে চিত্রকরেরা সাদা, হলুদ, নীল, লাল, সবুজ এবং কাল প্রদীপের শিখার কাল্যি রং এর ব্যবহার করত| এই চিত্রগুলি পাল পর্বের বৌদ্ধ দের-দেবীর পরিচয় জানতে যেমন সাহায্য করে, তেমনি পূর্ব ভারতের বৌদ্ধ ধর্মের প্রতি আলোকপাত করে|


তথ্যসূত্র

  1. সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".

সম্পর্কিত বিষয়

  1. নালন্দা বিশ্ববিদ্যালয় টীকা (আরো পড়ুন)
  2. বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
  3. প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐