খিলজি রাজবংশ

খিলজিদের পরিচয় নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে| জিয়াউদ্দিন বারানীর মতে, খিলজিরা ছিল তুর্কি জাতি থেকে পৃথক ও স্বতন্ত্র|

আবার ঐতিহাসিক ফেরিস্তা ও নিজামউদ্দিন এর মতে, খিলজিরা তুর্কিরা জাতীয় লোক এবং মোঙ্গল নেতা চেঙ্গিস খাঁর জামাতা কুলিজ খাঁর বংশধর ছিল|

খিলজি-রাজবংশ



অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, অধ্যাপক সুকুমার রায় প্রমূখ আধুনিক ঐতিহাসিকেরাও খিলজিদের তুর্কি বংশীয় বলে মনে করেন| এদের মতে, ভারতে খলজি বা খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খিলজির পূর্বপুরুষেরা তুর্কিস্তানের বসবাস করতেন|

সেখান থেকে তারা আফগানিস্তানের উপত্যকা ও লামখানে এসে বসতি স্থাপন করেন| হেলমন্দ নদীর দুই উপকূল "খলজ" নামে পরিচিত ছিল| "খলজ" থেকে তারা খলজি বা খিলজি  নামে পরিচিত হয়|

এছাড়া দীর্ঘ 200 বছর ধরে এই অঞ্চলে বসবাসের ফলে তারা আফগান ভাবধারার সংস্কৃতি ও আচার-আচরণে অভ্যস্ত হয়ে উঠেন| মিনাজ লিখেছেন যে, খিলজিরা ঘুরি ও গজনী রাজবংশের অধীনে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিল| সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সূত্রে এদের অনেকে ভারতে প্রবেশ করে| আবার অনেকে মোঙ্গল আক্রমণের সময় আশ্রয়ের সন্ধানে ভারতে প্রবেশ করে|

খিলজিরা তুর্কি হোক বা না হোক- এরা কায়কোবাদের দরবারে হিন্দুস্তানি মুসলিম বলেই পরিচিত ছিলেন এবং জালালউদ্দিন ফিরোজ খিলজি ছিলেন এই হিন্দুস্তানি মুসলিম গোষ্ঠীর প্রধান নেতা|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India".
  3. Satosj Cjamdra, "Medieval India".

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐