দাস বংশ কি

1206-1290 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনটি পৃথক রাজবংশ রাজত্ব করেছিল| এলফিন স্টোন, ভীমসেন স্মিথ প্রমুখ ব্রিটিশ ঐতিহাসিকেরা এই তিনটি রাজবংশকে একত্রে দাস বংশ বলে অভিহিত করেছেন| 

এই নামকরণের কারণ হলো, এই রাজবংশের প্রতিষ্ঠাতাগণ অর্থাৎ কুতুবউদ্দিন আইবক(কুৎবী বংশ), ইলতুৎমিস(সামসি বংশ), বলবন(দ্বিতীয় ইলবারী বংশ) প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন|
দাস-বংশ-কি



দাস বংশ নামটি কি যুক্তিসঙ্গত

তবে দাস বংশ নামটি যুক্তিসঙ্গত নয়, কারণ- ইলতুৎমিস ও বলবন দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে সিংহাসনে বসেছিলেন| কুতুবউদ্দিন আইবকও সিংহাসনে বসার পর দাসত্ব থেকে মুক্তি পান| এমনকি এই তিনটি রাজবংশের প্রতিষ্ঠাতা গণ একই বংশের সম্বৃত ছিলেন না| 

কুতুবউদ্দিন, ইলতুৎমিস ও বলবন ছাড়া তাদের বংশের অন্য কেউ দাস ছিলেন না| তিনজন প্রতিষ্ঠাতায় ছিলেন অভিজাত বংশের সন্তান| ভাগ্য চক্রে তারা ক্রীতদাসে পরিণত হয়েছিল| সুতরাং "দাস বংশ" নামকরণে কোন যুক্তিগত নেই |

আধুনিক ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ যেমন- অধ্যাপক রিজভী কুতুবউদ্দিন থেকে কাইকোবাদ পর্যন্ত দিল্লির শাসকদের "মামেলুক" সুলতান বলে অভিহিত করেছেন| আরবি শব্দ মামেলুক কথার অর্থ হলো- "এমন ক্রীতদাস যে মুক্ত পিতা-মাতার সন্তান"| সেই দিক থেকে বিচার করলে মামেলুক বংশ নামকরণ অনেকটাই যুক্তিযুক্ত|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India".
  3. Satosj Cjamdra, "Medieval India".

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐