ধর্মাশ্রয়ী রাষ্ট্র কি

গ্রিক শব্দ Theos থেকে Theoeracy শব্দটির উৎপত্তি। Theos কথাটির অর্থ ঈশ্বর, অর্থাৎ Theoeracy শব্দটির অর্থ হলো দেবতান্ত্রিক রাষ্ট্র বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র। এই দেবতান্ত্রিক রাষ্ট্র বা ধর্মাশ্রয়ী রাষ্ট্রে কতকগুলি বৈশিষ্ট্য দেখা যায়-
  1. সর্বশক্তিমান ঈশ্বর সার্বভৌম ক্ষমতার অধিকারী।
  2. এখানে মানব সৃষ্টি আইনের পরিবর্তে ঈশ্বর নির্দিষ্ট বিধান আইন হিসেবে প্রযুক্ত হয় ‌।
  3. অদৃশ্যমান ঈশ্বরের প্রতিনিধি হিসাবে পুরোহিত শ্রেণী ব্যক্তিগত বা গোষ্ঠীগত ভাবে রাষ্ট্রীয় কাজ সম্পাদন করেন।
ধর্মাশ্রয়ী-রাষ্ট্র-কি



এরই পেক্ষাপটে সুলতানি আমলে ভারতবর্ষে ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল কিনা- এই প্রশ্ন কে কেন্দ্র করে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য করা যায়। আর. পি. ত্রিপাঠি, ঈশ্বরী প্রসাদ প্রমূখ ঐতিহাসিকেরা মনে করেন- তুর্কি-আফগান যুগে ভারতবর্ষে ছিল ধর্মাশ্রয়ী রাষ্ট্র। অন্যদিকে ড: কুরেশী, সতীশচন্দ্র, ড: হাবিব প্রমুখরা এর বিরোধিতা করেছেন।

আপাতত বিচারে দিল্লির সুলতানি ধর্মাশ্রয়ীতা গ্রহণযোগ্য বলেই মনে হয়। দিল্লির সুলতানরা ইসলামের বিধি অনুসারে খলিফাকে পরিপাকে নিজের প্রভু বলে মনে করতেন। বলবন নিজেকে খলিফার সহকারীর নামে অভিহিত করে গর্ববোধ করতেন এবং খলিফা নামে "খুৎবা" পাঠ করতেন। 

এছাড়া সুলতানি আমলে শরীয়ত আইন ছিল সর্বোচ্চ বা মৌলিক। শরীয়তী আইনের ব্যাখ্যাকার হিসাবে সুলতানি আমলে রাষ্ট্র ব্যবস্থায় উলেমারা বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছিলেন।



তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ী, "মধ্যকালীন ভারত"
  2. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  3. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
  4. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐