চুঁইয়ে পড়া নীতি কি

লর্ড উইলিয়াম বেন্টিংক এর আইন সচিব টমাস বেবিংটন মেকলে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের সমর্থক ছিলেন। 

চুঁইয়ে পড়া নীতি বা  ফিল্ট্রেশন তত্ত্ব বা ক্রমনিম্ন পরিস্রুত নীতি

তিনি বিশ্বাস করতেন যে, কিছু ভারতীয়কে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা দিলে তাদের মাধ্যমে আরও বহু ভারতীয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, অর্থাৎ সীমিত সংখ্যক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তির মধ্য দিয়ে পরিস্রুত হয়ে ইংরেজি শিক্ষা জনগণের মধ্যে দ্রুত ছড়িয়ে যাবে। মেকলের এই নীতি চুঁইয়ে পড়া নীতি বা  ফিল্ট্রেশন তত্ত্ব বা ক্রমনিম্ন পরিস্রুত নীতি (Filtration Theory) নামে পরিচিত।  


FAQ’s (চুইয়ে পড়া নীতির সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর)

১. ভারতের শিক্ষা ব্যবস্থা চুইয়ে পড়া নীতি প্রবক্তা কে ছিলেন ?
উত্তর- টমাস বেবিংটন মেকলে।

২. মেকলে মিনিট কবে প্রকাশিত হয় ?
উত্তর- 1835 খ্রিস্টাব্দে, 2 ফেব্রুয়ারি।

৩. কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয় ?
উত্তর- লর্ড উইলিয়াম বেন্টিংক।

তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
  2. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  3. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  4. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐