২৬ মে ইতিহাসের এই দিনে

আজ ২৬ মে। আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে আপনি জানতে পারবো যে, আজকের দিনটির কতটা গুরুত্ব রয়েছে !

২৬ মে ইতিহাসের এই দিনে

ঐতিহাসিক ঘটনাবলী

👉 ১৭৩৯ খ্রিস্টাব্দে ইরানের নাদির শাহ এবং ভারতের মুঘল সম্রাট মুহম্মদ শাহের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইতিহাসের আজকের দিনে। এই ঐতিহাসিক চুক্তি অনুযায়ী আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে গিয়েছিল।

👉 ১৮০৫ খ্রিস্টাব্দে ইতালির রাজা হিসাবে রাজ্য অভিষিক্ত হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট এবং এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৮৬৫ খ্রিস্টাব্দে আমেরিকায় যে মর্মান্তিকভাবে গৃহযুদ্ধ চলছিলো, তার আজকের দিনেই অবসান ঘটে।

👉 ১৮৯৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় নিকোলাস তথা রাশিয়ার শেষ জার অভিষিক্ত হয়েছিলেন এবং এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৯১৩ খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রথম মহিলা হিসাবে ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়েছিলেন এমিলি ডানকান এবং এই গৌরবজনক ঘটনাটি ঘটেছিল ইতিহাসের পাতায় আজকের দিনে।

👉 ১৯৭২ খ্রিস্টাব্দে ইতিহাসের পাতায় আজকের দিনে হাইতি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দান তথা সম্মান জানিয়েছিলেন।

👉 ২০১৮ সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ডি.লিট উপাধি দিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মান জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐