ঋক বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল

আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋক বৈদিক রচনার কালের ভিত্তিতে ঐতিহাসিকগণ ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে বলে চিহ্নিত করে থাকেন। এই সময়ে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে বসতি বিস্তার করে।

ঋক বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল


📖 এই ঋক বৈদিক সমাজে নারীর স্থান সম্পর্কে যেটুকু জানা যায় তা হল-

👉 মর্যাদা

 ঋক বৈদিক সমাজে পুত্র সন্তান জন্ম অধিক কাম্য হলেও কন্যা সন্তানকে মোটেও অবহেলিত করা হতো না। নারীরা পর্দা প্রথা দ্বারা গৃহে অনন্তকালের জন্য আবদ্ধ ছিল না, তারা পুরুষের সাথে সামাজিক অনুষ্ঠান যোগ দিতে পারতো। এই যুগে সভা নামে রাজনৈতিক প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ এবং নিজেদের মতামত দানের প্রধান দেওয়া হতো এই যুগে।


👉 বিদ্যা চর্চা

ঋক বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল
Image Source - click here 

ঋক বৈদিক যুগে নারীরা যথেষ্ট সম্মানের সঙ্গে বিদ্যা চর্চা করতেন। অপালা, ঘোষা, লোপামুদ্রা, বিশ্ববারা প্রমুখ নারী খুবই উচ্চশিক্ষিত ছিলেন। তারা পুরুষের মতো উপবিত ধারণ করতেন। তারা বিভিন্ন বৈদিক সুপ্ত বা স্টোত্র রচনায় অংশগ্রহণ নিয়ে নিয়েছিলেন, বেদের সুপ্ত রচিয়তার এই নারীদের বলা হতো ব্রহ্মবাদিনী।


👉 ধর্মচর্চা

ঋক বৈদিক যুগে নারী পুরুষের সহ ধর্মীয় হিসাবে পুরুষের সঙ্গে ধর্মচর্চায় যোগ দিতে পারতেন এই সময় ধর্মচর্চা ও সাধনার অংশগ্রহণে পৌলসি, জুহু প্রমুখ নারী যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। নারীর এই বেদপাঠের অধিকারি ছিলেন।


👉 জীবন চর্চা

ঋক বৈদির যুগে নারীরা যথেষ্ট সচল ছিল। তারা নাভি বা কোমর কাছে দামি সোনা রুপার অলংকার ব্যবহার করত, তারা বিভিন্ন প্রসাধন ব্যবহার করত এবং বিভিন্ন নকশায় চুলে খোপা বাঁধতো এবং তারা নানা সাজের সার্জিত হয়ে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে যোগ দিত এবং নিত্য গৃহে অংশ নিতো।


👉 বিভিন্ন প্রথা

কোন কোন ক্ষেত্রে সমাজে অমর্যাদাকর রীতি প্রচলিত ছিল। সমাজে ব্যাপকভাবে সতীদাহ প্রথা প্রচলন থাকলেও আভিজাত্যদের কোন কোন সংবিধানে মধ্যে এই প্রথা চালু ছিল। আবার সমাজে বনিকা বৃত্তি প্রচলিত ছিল।


👉📖 উপসংহার 

ঋক বৈদিক যুগে নারীর মর্যাদা পরবর্তী যুগে হ্রাস পেয়েছিল। ব্যতিক্রম হিসেবে এই যুগে গার্গী মৈত্র  প্রমুখ নারীর কথা জানা গেল সামাজিকভাবে নারীরা পুরুষের ভোগ্য বস্তুতে পরিণত হয়েছিল। এই সময়ে নারীর পুরুষের সঙ্গে একত্রে ধর্মায়নে অধিকার হারতে থাকে। তেমনি সম্পত্তিতে তাদের অধিকার হ্রাস পায়, সমাজে বাল্যবিবাহ ও পণপ্রথা ব্যাপকতা বৃদ্ধি পায়।


👉তথ্যসূত্র 📖

  1. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".

    👉সম্পর্কিত বিষয় 📖

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন ।


    .                             ......................

     

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐