ভারতের ইতিহাসের রাজপুত জাতির উত্থানের কারণ

 রাজপুত জাতির উত্থান

আদি মধ্যযুগে ভারতের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো রাজপুত জাতির উত্থান। আদি মধ্যযুগের ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতের বেশ কয়েকটি রাজপুত রাজবংশের উত্থান ঘটে। হর্ষের মৃত্যুর পর থেকে মুসলিম বিজয় পর্যন্ত উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসকে রাজপুত যুগ (Age of Rajput) বলে অভিহিত করা হয়।

ভারতের ইতিহাসের রাজপুত জাতির উত্থানের কারণ

📖আদি মধ্যযুগের ভারতের তৃপ্তি হিসেবে রাজপুতদের উত্থান সম্পর্কে পন্ডিতদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে এই সম্পর্কে বিভিন্ন মত গুলি হল নিম্নরূপ ---

👉বানভট্টের মত

হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের মতে উচ্চ বংশীয় ক্ষত্রিয় সন্তানরাই রাজপুত নামে পরিচিত তিনি বলেছেন রাজপুতরা ছিলেন সূর্য বা চন্দ্রের বংশজাত।


👉অগ্নিকুল তত্ত্ব

বিখ্যাত ব্রাহ্মণ কবি চাঁদ বর্দাই তাঁর পৃথ্বীরাজ রাসো কাব্যে বলেছেন যে, বশিষ্ট মুণী মাউন্ট আবু পাহাড়ের চৌদ্দ দিন ধরে যজ্ঞ করে বীরের প্রার্থনা করেছিলেন, বশিষ্ট মুনির যজ্ঞের আগুন থেকে রাজপুর জাতির উদ্ভব ঘটে। তাঁর লেখা থেকে জানা যায় যে- যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে প্রতিহার, চৌহান, পারমার, চাণক্য, কল চুরি, সোলাঙ্কি প্রভৃতি রাজপুত বীর জাতি গোষ্ঠীর উৎপত্তি হয়েছে। রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত এই মত অগ্নিকুল তত্ত্ব নামে পরিচিত।

অবশ্য আধুনিক কালের পণ্ডিত ও ঐতিহাসিকরা, অগ্নিকুল তত্ত্বকে স্বীকার করেন। তাদের মতে পৃথ্বীরাজ রাসু কাব্য বহু ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটিয়েছে এবং চাঁদ বর্দায় তাঁর পৃষ্ঠপোষক রাজবংশ গুলির গুনোগান করার জন্য উচ্চ বংশ ও বশি‌ষ্টের যজ্ঞ কুন্ডের কথা বলেছেন।


👉আর্য জাতির তত্ত্ব

পন্ডিত গৌরীশংকর হীরাচাঁদ ওঝা History of Rajputana গ্রন্থে বলেছেন কিংবদন্তি ও নিতাত্ত্বিক প্রমাণ অনুসারে রাজপুতরা ছিল খাঁটি  অর্থ জাতির বংশধর‌। এই মতের সমর্থনে তার যুক্তি হল ----

  1. রাজপুতদের সূর্য পূজা, সতীদাহ প্রথা, হজরব্রত প্রভৃতি প্রমাণ করে তারা অর্থ আচার দৃঢ়ভাবে পালন করতো।
  2. রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করতেন।
  3. তারা হিন্দু ধর্ম ও সভ্যতা রক্ষার জন্য মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে সংগ্রাম করেন।
  4. নৃতাত্ত্বিক পরীক্ষায় রাজপুতদের শারীরিক গঠন আর্যদের সাথে মিলে যায়।


📖ডক্টর ওঝার মতামতের সীমাবদ্ধতা সমালোচনা করে বলা হয় যে ---

  1. অশ্বমেধ যজ্ঞ বাস সতীদাহ প্রথার প্রাচীনকাল থেকেই ভারতে প্রচলিত ছিল এবং নবাগত জাতিগুলি এইসব প্রথা গ্রহণ করে, সুতরাং রাজপুতদের মধ্যে প্রচলিত এইসব আপ্লব কোন নির্ভরযোগ্য প্রমাণ নয়।
  2. সিন্ধু সভ্যতা ও ধর্ম রক্ষার জন্য রাজপুত জাতির উগ্র প্রচেষ্টা তাদের নতুন ধর্ম রক্ষার উগ্র কামনাকেই তুলে ধরে।
  3. নৃতাত্ত্বিক পরীক্ষার সর্বাংশে নির্ভরযোগ্য নয়।


👉বিদেশী বংশভূত

কর্নেল টর্ড (Annals and antiquities of Rajputana,) উইলিয়াম ক্সক প্রমুখ বলেন যে, রাজপুতরা ছিল শখ হন ও গুর্যদের বংশধর। এদের মধ্যে যারা উচ্চশ্রেনি ছিল তারাই রাজপুত নামে পরিচিত হয়। পঞ্চম ও ষষ্ঠ খ্রিস্টাব্দ হুন আক্রমণের ফলে জাতীয় সমাজে বিস্তর পরিবর্তন ঘটে। এর ফলে নতুন সমাজ ও জাতি গঠিত হয়, এর ফলেই রাজপুত জাতির উৎপত্তি হয়। হুন, গুরজর প্রভৃতি জাতি ভারতীয় ভাষা, ধর্ম ও সভ্যতার প্রচারে সম্পূর্ণ ভারতীয় হয়ে তারাই রাজপুত হিসেবে পরিচিত হয়। অধিকাংশ পন্ডিত এই মত মেনে নিয়েছেন।

হর্ষ পরবর্তীকালে উত্তর ভারতের সামাজিক মর্যাদার কেন্দ্র বিন্দু হিসেবে রাজপুত জাতির উত্থান ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতীয় রাজনীতিতে ও সামাজিক ক্ষেত্রে প্রতিহার চৌহান পারমার, কলচুরি, সোলাঙ্কি, চান্দ্রেল প্রভৃতি রাজপুত জাতির গোষ্ঠীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ডক্টর ভিন্সেন্ট স্মিথ এর মতে, অষ্টম শতাব্দীর মধ্যবর্তী কালে ভারতের রাজনৈতিক ইতিহাসে রাজপুতদের ভূমিকা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

নাম- জিয়াসমিন খাতুন
কলেজ - পাঁশকুরা বনমালী কলেজ
ইউনিভার্সিটি - বিদ্যাসাগর ইউনিভার্সিটি


👉তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"।
  2. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"।
  3. V D Mahajan, "History of Medieval India".

    📖সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                  .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐