পারস্য সম্রাট নাদির শাহ

নাদির শাহ ছিলেন পারস্য সম্রাট| তিনি পারস্যে বৈদেশিক আক্রমণ ও লুণ্ঠন বন্ধ করে যে জনপ্রিয়তা অর্জন করে ছিলেন, তারই ফলশ্রুতিতে 1732 খ্রিস্টাব্দে অকর্মণ্য মনু সম্রাটকে সিংহাসনচ্যুত করে রাজ ক্ষমতা দখল করেন|

সামরিক বিজেতা হিসেবে স্মরণীয় তিনি প্রথমে 1737 খ্রিস্টাব্দে প্রতিবেশী রাজ্য কান্দাহার দখল করে, এরপর তিনি একে একে গজনী, কাবুল এবং পেশোয়া নিজ সাম্রাজ্যভুক্ত করেন|

পারস্য-সম্রাট-নাদির-শাহ
অশ্বারোহী সেনা

পারস্য-সম্রাট-নাদির-শাহ

পদাতিক সেনা


1737 খ্রিস্টাব্দে নাদির শাহ সৈন্যবাহিনী নিয়ে পানিপথের অনতিদূরে কর্নালে উপস্থিত হন|

অধ্যাপক সতীশচন্দ্র বলেছেন, নাদির শাহের ভারত আক্রমণের কারণ ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক| তার নিকট মুঘল সেনাবাহিনী পরাজিত হয় এবং মুঘল সম্রাট তাকে 50 লক্ষ মুদ্রা ক্ষতিপূরণসহ প্রচুর ধনরত্ন দেয়|

এভাবে তিনি একের পর এক যুদ্ধ জয় করে প্রচুর সম্পদ ও কোহিনুর মনি সহ ময়ূর সিংহাসন, 300 হাতি, 10 হাজার উট, 10 হাজার ঘোড়া নিয়ে ফেরেন|

নাদির শাহের এই আক্রমণের ফলস্বরূপ মুঘল সাম্রাজ্যের দুর্বলতার প্রকাশ ও পতনকে ত্বরান্বিত করে|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
  3. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐