ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা দুদু মিয়া

1937 খ্রিস্টাব্দে হাজী শরীয়ত উল্লাহ এর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের নেতা হন এবং তিনি আন্দোলনকে অসাধারণ সাংগঠনিক দ্বারা এক রাজনৈতিক আন্দোলনে পরিণত করেন|

ফরায়েজী-আন্দোলনের-অন্যতম-নেতা-দুদু-মিয়া
ব্রিটিশ পতাকা


তিনি ঘোষণা করেন যে, সকল জমির মালিক হলেন আল্লাহ, সুতরাং জমিদারের খাজনা দেওয়ার কোন দরকার নেই| 

দুদু মিয়ার প্রচারের গরিব মুসলিম জাতি, জেলে, তাঁতী ও হিন্দু চাষীরাও আকৃষ্ট হয়| পরবর্তীকালে বাংলার ফরিদপুর, বাখরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে ফরায়েজী আন্দোলন শুরু হয়ে থাকে| 

কোম্পানির সরকার দুদু মিয়াকে কয়েকবার বন্দি করলেও প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়| 1869 সালে তার মৃত্যু হলে ফরায়েজী আন্দোলন দুর্বল হয়ে পড়ে|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
  2. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  3. ঊনবিংশ শতকে নারী সংক্রান্ত সমস্যা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐