হিন্দু ধর্মের প্রচলিত নীতি অনুযায়ী সমাজে সদ্য নারীকে মৃত স্বামীর সঙ্গে পুড়িয়ে মারার এক নারকীয় প্রথা ছিল, এই প্রথাকে বলা হতো সতীদাহ বা সহমরণ প্রথা|
রক্ষণশীল লোকেরা বিশ্বাস করতো যে, এই পুড়িয়ে মারার বিধবা নারী মৃত স্বামীর সঙ্গে স্বর্গে যাবে| অতীতে আকবর ও জয় সিং(আরো পড়ুন) এর মতো কয়েকজন ভারতীয় নরপতি এই অমানবিক প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হয়|
পরবর্তীতে রামমোহনের চেষ্টায় এবং উইলিয়াম বেন্টিংক এর সহযোগিতায় 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়| সত্যেন্দ্রনাথ "সহমরণ" কবিতার মাধ্যমে এই মর্মান্তিক প্রথার বিরুদ্ধে দেশবাসীকে জাগ্রত করার চেষ্টা করেন|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারতের ইতিহাস"
- Harihara Dasa, "The Indian renaissance and Raja Rammohan Roy".
- Sonali Bansal, "Modern Indian History".
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................