নব্য বঙ্গ আন্দোলনের দুর্বলতা

নব্য বঙ্গ আন্দোলনের দুর্বলতার জন্য দায়ী ছিল কয়েকটি অভ্যন্তরীণ ত্রুটি| সেগুলি হল শহরে অভিজাত গণ নব্য বঙ্গ আন্দোলনের ধারক ও বাহক ছিলেন| দেশের সাধারণ মানুষের সঙ্গে এদের কোন সম্পর্ক ছিল না| 

সাধারণ মানুষের দুঃখ-দূর্দশা প্রতি এদের কোন নজর ছিল না, এরফলে নিত্য যন্ত্রণায় জর্জরিত সাধারণ মানুষ নব্যবঙ্গ বক্তব্যকে উচ্চশিক্ষিত তারুণ্যের বিলাসিতা বলে মনে করেন|

নব্য-বঙ্গ-আন্দোলনের-দুর্বলতা



হিন্দু ধর্মালম্বীদের শুভবুদ্ধি জাগ্রত না করার জন্য পুরো হিন্দু সম্প্রদায় নব্যবঙ্গের বিরুদ্ধে চলে গিয়েছিল| সৎ এবং প্রগতিশীল ধ্যান-ধারণা গ্রহণ করার মতো সামাজিক পরিবেশ কখনো গড়ে উঠেনি|

এরফলে এদের বক্তব্য নব্যবঙ্গ জনসমর্থন পায়নি| তবে উল্লেখিত দুর্বলতা থাকা সত্ত্বেও ভারতীয় চেতনার উন্মেষে এই আন্দোলনের অবদান বিশেষভাবে স্মরণীয়|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  2. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐