অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন

ষোড়শ শতকের প্রথমার্ধে ইউরোপের অশান্ত রাষ্ট্রীয় ও সামাজিক অবস্থার মধ্যে রিফর্মেশন আন্দোলন শুরু হলে বেশ কিছু নতুন ধর্মমত প্রতিষ্ঠা লাভ করে| রিফর্মেশন আন্দোলনের মধ্য থেকেই এই অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলনের উদ্ভব হয়| 

সুইজারল্যান্ডের জুইঙ্গলির অনুগামীদের মধ্য থেকে এই চরমপন্থী সংস্কারবাদী অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলনের সূচনা ঘটে| এই আন্দোলন ছিল পোপ ও চার্চ বিরোধী একটি অতি উগ্র আন্দোলন| তারা মনে করত ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয়ই খ্রিস্টের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে| এদের ধর্মীয় প্রকাশ ভঙ্গির উগ্রতা দেখে জনৈক ঐতিহাসিক এদেরকে "নৈরাজ্যবাদী" বলে অভিহিত করেছেন|

অ্যানাব্যাপ্টিস্ট-আন্দোলন
চার্চ
অ্যানাব্যাপ্টিস্ট-আন্দোলন
পোপ


এই আন্দোলন ছিল রিফর্মেশন আন্দোলনের অবহেলিত সন্তান| কারণ আলোচ্য পর্বে ইউরোপীয় রাষ্ট্রীয় সামাজিক সংকটের প্রেক্ষিতে তাদের ভাবনা ও মতামত সাধারণ মানুষের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও অ্যানাব্যাপ্টিস্টরা অপেক্ষাকৃতই রয়েগিয়েছিল|

এই আন্দোলনের অন্যতম নেতা হলেন কনরাড গ্রেভেল, টমাস মুনজের, কলথাসার, হার্ভমেয়ার প্রমূখ অ্যানাব্যাপ্টিস্টরা যীশুর নির্দেশ আক্ষরিকভাবে মেনে চলার চেষ্টা করত| এরা মনে করত প্রত্যেক খ্রিস্টানের দুবার ব্যাপ্টিস্ট হবার দরকার| 

ধর্মাচরণের প্রশ্নে অ্যানাব্যাপ্টিস্টরা প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক সম্প্রদায়েরই বিরুদ্ধাচারণ করেছিল| এরা খ্রিস্টানদের দুটি আদর্শ মানার কথা বলেছিল- পবিত্রতা ও আত্মত্যাগ| এরা পরিণত বয়সে ব্যাপ্টিস্ট গ্রহণ, ঈশ্বরের বাণীর প্রতি আস্থা, যুদ্ধ ও আইন-আদালত পরিহার করে চলার কথা বলেছিল| 

এই আন্দোলনের মূল কথা ছিল- খ্রিস্টানরা যুদ্ধে অস্ত্র হাতে তুলবে না, যাজকরা শুধু ধর্মাচরণ নিয়ে থাকবে, কোন প্রশাসনিক উচ্চ পদ গ্রহণ করবে না, বিচারকের ভূমিকা পালন করবে না, চার্চ কোনো রকমের কর আদায় করবে না| স্বাভাবিকভাবেই এরা খিষ্টান ধর্মকে কেন্দ্র করে যারা শাসন, অর্থ ও রাষ্ট্রশক্তি দখল করার স্বপ্ন দেখেছিল তাদের ঘুম কেড়ে নিয়েছিল|



তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐