মাউন্টব্যাটেন পরিকল্পনা

1947 সালে 22 শে মার্চ মাউন্টব্যাটেন গভর্নর হয়ে ভারতে আসেন এবং দীর্ঘ সময় ধরে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনার পর 3রা জুন ভারত ব্যবচ্ছেদ ও ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি যে পরিকল্পনা ঘোষণা করেন, তা মাউন্টব্যাটেন পরিকল্পনা বা Mountbatten Plan নামে পরিচিত।

মাউন্টব্যাটেন পরিকল্পনা
ভারতের মানচিত্র
মাউন্টব্যাটেন পরিকল্পনা
মহতমা গান্ধী

মাউন্টব্যাটেন পরিকল্পনা
বল্লভ ভাই প্যাটেল

মাউন্টব্যাটেনের প্রস্তাব

এতে বলা হয়-

  1. হিন্দু প্রধান এলাকা নিয়ে ভারত এবং মুসলিম প্রধান এলাকা নিয়ে পাকিস্তান নামে দুটি পৃথক Dominion গঠিত হবে। এই Dominion দুটি স্বাধীনভাবে নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সমূহ পরিচালনা করবে।
  2. পাঞ্জাব ও বাংলাকে ভাগ করা হবে এবং এর জন্য সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে।
  3. দেশীয় রাজ্যগুলি নিজ নিজ রাজ্য সার্বভৌম ক্ষমতা পাবে এবং তারা তাদের ইচ্ছানুযায়ী যেকোনো Dominion এর যোগ দেবে।
  4. প্রত্যেক Dominion এর নিজস্ব আইনসভা, নিজস্ব Dominion এবং সংবিধান রচনা করবে।
  5. আসামের শ্রীহট্ট জেলা ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ কোন Dominion দলের সঙ্গে যুক্ত হবে, তা গণভোটের মাধ্যমে স্থির হবে।


মাউন্টব্যাটেনের ফলাফল

মোহাম্মদ আলী জিন্নাহ এই প্রস্তাবের সন্তুষ্ট হতে পারেননি, কারণ তিনি সমগ্র বাংলা ও পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়ে ছিলেন, যদিও তিনি এই পরিকল্পনা মেনে নেন। অন্যদিকে দাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নেহেরু প্যাটেলের মতো কংগ্রেস নেতারাও এই প্রস্তাব মেনে নেন। 1947 সালের 4ঠা জুলাই মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্ট "ভারতীয় স্বাধীনতা আইন" পাশ হয় এবং তা 14ই জুলাই রাজকীয় সম্মতি লাভ করে।


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
  2. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  3. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  4. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐