বিজ্ঞানের ক্ষেত্রে বিল্পব হল বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন আবিষ্কার। ষোড়শ ও সপ্তদশ শতকে নতুন বৈজ্ঞানিক সূত্র ও প্রযুক্তির আবিষ্কার হয়নি। বিল্পব ঘটেছিল বৈজ্ঞানিক চিন্তার ক্ষেত্রে ও মননের ক্ষেত্রে। বৈজ্ঞানিক বিল্পব হল দৃষ্টি ভঙ্গিতে ধারণা এবং বৈজ্ঞানিক দর্শনের বিল্পব। বৈজ্ঞানিক মনন তৈরী হয়েছিল এবং অনুসন্ধিৎ মনন গড়ে উঠেছিল। ফলে বিজ্ঞনি এবং প্রযুক্তি আরও উন্নতি লাভ করে ছিল।
যারা এই সময় বৈজ্ঞানিক বিল্পব ঘটিয়েছিলেন তাদের মাধ্য উল্লেখযোগ্য হলেন গ্যালিলিও (1564-1642) তিনি একজন পদার্থ বেজ্ঞানিক ও ইঞ্জিনিয়ার। তিনি টেলিস্কোপ আবিষ্কার করেন। তিনি ইটালির পাদুয়া বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং বিজ্ঞানের নতুন শাখা স্ট্যার্টি কোন ও ডাইনা মিকজের গোড়া পরিবর্তন করেন। তিনি দুটি বিজ্ঞান বিষায়ক গ্রন্থ রচনা করেন। এই গ্ৰন্থ দুটির নাম হল "Dialogues-on- to-new-science & Dialogue concerning the two thief Systems of the world".
গালিলিও বিজ্ঞানের পদ্ধতি উদ্ভাবনের জন্য প্রয়াস চালিয়ে ছিলেন। তিনি বিজ্ঞান সম্মত ইঞ্জিনিয়ারিং বিদ্যার সূচনা করেছিলেন। এক্ষেত্রে তাঁর অবদান চীরস্বরনীয়। আজকের দেশেও গালিলিওর এই বিজ্ঞান সম্মত বিদ্যার কাজে লাগানো হয়।
............. সমাপ্তি...........
✍️লেখিকা পরিচিতি
👉 তথ্যসূত্র
- Ghosh Peu, "International Relations".
- Carlos Alberto Montaner, "Fidel Castro and the Cuban Revolution: Age, Position, Character, Destiny, Personality, and Ambition".
👉সম্পর্কিত বিষয়
✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।