মারাঠা শক্তির পতনের কারণ

ইংরেজদের আবির্ভাবে মারাঠা অগ্রগতি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ইংরেজদের আক্রমণে তাদের পতন ও ঘটে। 

মারাঠা শক্তির পতনের কারণ
ইংরেজ সৈনিক 


👉মারাঠা শক্তির পতনের উল্লেখযোগ্য কারণ গুলি নিচে আলোচনা করা হলো:-

👉মারাঠা রাজ্যে অন্তর দন্দ

মারাঠা রাজ্যের কোন সুসংগত ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না। তথা ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন যে, তাদের ঐক্য ছিলো সম্পূর্ণভাবে কৃত্রিম ও আকস্মিক এবং সেই কারণে সম্পূর্ণ অবিচ্ছিত। 



👉একতা অভাব

শিবাজীর মৃত্যুর পর মারাঠা শক্তি ক্ষুন্ন হতে থাকে ভালো শাসকের অভাবে মারাঠা সম্প্রদায়ের মধ্যেই এক অন্তর দন্দ শুরু হতে থাকে। তবে ইংরেজ শক্তি দখলের জন্য একতার দরকার ছিল সেটা পরবর্তী সময় তা পাওয়া যায়নি।



👉মারাঠাশক্তির পতনের কারণ হিসেবে নেতৃত্ব

প্রায়ই একই সময়ের পরপর কয়েকজন যোগ্য নেতা যথা- অহল্যাব্যঙ্গ, তুর্কোজি, হোলকার নানা প্রমুখ দূরদর্শী বিচক্ষণ মারাঠা নেতার মৃত্যু মারাঠা রাষ্ট্রে এক গভীর বোদন্য তার সুচি করেন।

পরবর্তী প্রজন্মের যেসব নেতার আবির্ভাব হয় তারা ছিলেন অপদার্থ ও স্বার্থপর। জাতীয় স্বার্থ সম্পর্কে উদাসীন এইসব স্বার্থান্ধ নেতাদের অনুষ্ঠান মারাঠাদের পতনকে সুনিশ্চিত করে তোলে।




👉অর্থনৈতিক সমস্যা

বেতনের অভাবে অনাদল প্রায় বিদ্রোহী ঘোষণা করেছিল। প্রশস্ত তন্ত্র শাসিত রাষ্ট্রের কৃষকদের অবস্থা ছিল নিউ মদ্যুত ভোগীদের প্রভাব তথা শোষণের মাধ্যমে অধিকতর রাজস্ব আদায়। 


কৃষকদের স্বার্থপর তাই পেশোয়া উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন এবং প্রজারা পেশোয়া বিরোধী হয়ে ওঠে ফলে এইসব অর্থনৈতিক দুর্বলতা মারাঠাদের পতনের পথকে প্রশস্ত করেছিল।



👉সামাজিক অস্পৃশ্যতা

সামরিক দিক থেকে মারাঠা সম্প্রদায় তাদের দুর্বলতা প্রবাস করেছিল। এর মূল কারণ ছিল সেনাদের মধ্যে জনপ্রিয়তা বোধের অভাব। পেশোয়া দিয়ে সৈনিকের বদলে তারা পড়া সৈনিক বেশি লক্ষ্য করা হয়েছিল ফলে একতা ভাবটি কৃষকদের মধ্যে ক্ষয় হতে থাকে। জোরালো যুদ্ধ পদ্ধতি করে ইউরোপীয় যুদ্ধনীতি গ্রহণ করা হয় এবং নতুন অস্ত্র ব্যবহারের অধিকাংশ সবই অপরিচিত ছিল বলে সামরিক শক্তি ও ক্রোমশ সিথিল হয়ে পড়ে।




👉মারাঠা পতনের কারণ বর্ণ প্রথা

মারাঠা রাজ্যে কোন সামরিকতা সংহতি ছিল না। এবং এই সামাজিক সংহতি প্রায়,প্রধান প্রতিবন্ধতা ছিল ও বর্ণ প্রথা। ব্রাহ্মণদের বিশেষ পক্ষপাতিত্ব বলে পেশোয়ার সরকারকে অন্যান্য জায়গায় রাজা বলি অভিহিত করেছেন। 



👉গুপ্তচর ব্যবস্থা

কূটনীতির ফলে তারা ভারতীয় রাজস্ব শক্তি দুর্বলতা সামরিক অবস্থার সম্পর্কে সম্যক অবহিত ছিল। যার ফলে ভারতে আধিপত্য স্থাপন করা তাদের পক্ষে অভাবের হয়। 



✍️উপসংহার:- 

উপরিক্ত আলোচনা অনুসারে পরিশেষে বলা যায় যে এই বিভিন্ন কারণে সমন্বয়ে মারাঠাদের পতন আসন্ন হয়েছিল।

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

Muntaha Yasmin
নাম- Muntaha Yasmin
ইউনিভার্সিটি - University of Gour Banga


👉 তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".
      ✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।
                    .......................................


      নবীনতর পূর্বতন
      👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
      
          
        
        👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
      
          👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
        
        
          👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
      
      
          👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
      
      
      
      
          
        
      
        
      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


       


       




      
      

      👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

      
      
      

      👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

      👉ক্লিক করুন 🌐