কুয়ো মিন তাং কেন প্রতিষ্ঠিত হয়েছিল

ড. সান ইয়াৎ সেন এর তুয়ো মাং হই দল এবং আরো কয়েকটি প্রগতিশীল দলের সদস্যরা মিলে 1922 খ্রি. 21শে আগস্ট জাতীয়তা বাদি আর্দশে কুয়ো-মিন-তাং (KMT) দল গঠন করেন। চিনের জাতীয় পরিষদে বিরোধী দলের ভূমিকা পালন করে এই দলের সদস্যরা।

কুয়ো মিন তাং কেন প্রতিষ্ঠিত হয়েছিল
সান ইয়াৎ সেন


এই দলের আদর্শ ছিল জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র। রাষ্ট্র প্রতি ‘ইউ-য়ান-সি-কাই' ছিলেন স্বার্থোপরনেশি উচ্চাকাঙ্ক্ষা এবং রাজ তন্ত্রের সম্যক। তার শাসনাধীনে দুর্নীতি পুজোন পোষন ও অরাজকতা বৃদ্ধি পায়। এবং তিনি জাতীয় পরিষদ ভেঙে দিয়ে স্বৈরাচারী শাসকে পরিণত হন। তিনি তাঁর শাসন ব্যাবস্থায় জনগনের ওপর কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহন করে থাকেন। এর ফলে চীনের জনগন তার শাসন ব্যাবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের মধ্যে একতা গড়ে তুলেন।



এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয় বিল্পবের প্রয়োজন ছিল। কয়েক মাস স্বসস্ত্র সংগ্রামের পর সরকারী মহিলা বিল্পবীদের কঠোর ভাবে দমন করেন। 'কুয়ো-মিন-তাং'' গুলো নিশিদ্ধ হয়। এবং সান-ইয়াৎ-সেন ও তাঁর অনুগামীরা জাপানে আশ্রয় নিতে বাধ্য হয়। 1914 খ্রি. তিনি জাপানে 'চুং-ফুয়া-কেমি-টাং' প্রাচিনা বিল্পবী দলও নামে একটি দল গঠন ছিল 'ইউ-য়ান-সি-কাই'কে ক্ষমতা চ্যুত করা করেন। যার লক্ষ ছিল এবং চিনে গনতন্ত্র প্রতিষ্ঠা করা। এই গনতন্ত্রের মাধ্যমে চিনের মানুষদের কাছে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা হয়।

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

নাম- Muntaha Yasmin
ইউনিভার্সিটি - University of Gour Banga


👉 তথ্যসূত্র

  1. অমিত ভট্টাচার্য, "চীনের রূপান্তরের ইতিহাস 1840-1969"
  2. Jonathan Fenby, "The Penguin History of Modern China".

✍️সম্পর্কিত বিষয়

      ✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।
                    .......................................


      নবীনতর পূর্বতন
      👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
      
          
        
        👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
      
          👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
        
        
          👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
      
      
          👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
      
      
      
      
          
        
      
        
      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


       


       




      
      

      👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

      
      
      

      👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

      👉ক্লিক করুন 🌐