ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো

সৈয়দ আহমেদ কলকাতায় ওয়াহাবি আন্দোলন প্রচার করেন। এই আন্দোলন মূলত ইংরেজ বিরোধী হলেও পাঞ্জাবের শিখদের সাথে ওহাবীরা সংক্রমণে জড়িয়ে পড়েন। সৈয়দ আহমদ নিহিত হন শিখদের বিরুদ্ধে বাল বিচারে যুদ্ধে। আমানুল্লাহ ছিলেন এই কমিটির সভাপতি। 

ইংরেজ সৈনিক 


👉ওয়াহাবি আন্দোলনের প্রস্তাব

সৈয়দ আহমাদের মৃত্যুর পর এই আন্দোলন উত্তর-পশ্চিম সীমান্তে প্রদেশ, পাঞ্জাব ও বাংলা, বিহার ও আরো অন্যান্য অঞ্চলে ব্যাপক আকার উদ্ধারন করে। 



👉বারাসাত বিদ্রোহ

বাংলাতে ওয়াহাবি আন্দোলনের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিতুমীর যার আসল নাম মীর নিসার আলী। সমাজের নিম্নবর্গের মানুষের প্রতিনিধি রূপে একক প্রচেষ্টায় টাকা রাজশাহী মালদা প্রভৃতি অঞ্চলে বিস্তৃত করেন। বাদুড়িয়া দশ কিমি দূরে নারকেল বেরিয়া গ্রাম এ তিনি বাঁশের কেল্লাই স্থাপন করেন। যার পরবর্তী সময় তিনি নিজেকে বাদশা বলে প্রচার করেন এবং নিজ হাতে শাসন ভারনেন। যার পরিবর্তিত সময় তিনি নিজেকে বাদশা বলে প্রচার করেন এবং নিজ হাতে শাসনভার নেন। লর্ড বেন্টিক নির্দেশে দশম পদাতিক ব্রিটিশ বাহিনীর হাতে বাঁশের কেল্লা ধ্বংস হয় ও তিতুমীর নিহত হন। 




👉ওয়াহাবি আন্দোলন ব্যর্থতার কারণ

ওয়াহাবি আন্দোলন শেষ পর্যন্ত বিভিন্ন কারণেই ব্যর্থতা পর্যবসিত হয়।



👉ওয়াহাবি আন্দোলনের কর্মসূচি ও মানুষিকতার অভাব

রাজনৈতিক কর্মসূচি, অস্ত্রশস্ত্র এবং সশস্ত্র আন্দোলনের মানুষিকতার অভাব এই বিদ্রোহকে ব্যর্থতার পর্যবসিত করেছিল। 



👉হিন্দু বিমুখতা

আন্দোলনের নেতৃত্ববর্গ ভারতের হিন্দু সম্প্রদায়ের এই আন্দোলনের সাথে যুক্ত করার কোন উদ্যোগ হয়নি। এমনকি তিতুমীর সহ আরো কিছু নেতা হিন্দু জমিদারসহ অভিজাতদের আক্রমণ করায় হিন্দু সম্প্রদায় এই বিদ্রোহ থেকে দূরে থাকে। 



👉ওয়াহাবি আন্দোলনের দমন নীতি

ব্রিটিশের তীব্র দমনীতি আন্দোলনকে ব্যর্থ করে। 



✍️উপসংহার:- 

পরিশেষে উপরিক্ত আলোচনা অনুসারে বলা যায় যে, ওয়াহাবি আন্দোলন আবার দৃষ্টিতে ব্যস্ত হলেও এর গুরুত্বকে অস্বীকার করার কোন ভাবেই যায় না। কি শোকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই আন্দোলন যে লড়াইয়ের নিদর্শন দেখেছিল তা পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। ভারতীয় আন্দোলনে ওয়াহাবি আন্দোলনের প্রভাব প্রস্তুত চরম নেতা বিপণচন্দ্র পাল লিখেছেন যে, "ওয়াহাবিদের আত্মত্যাগ প্রথম পর্বের জাতির আন্দোলন গভীরভাবে অনুপ্রাণিত করেছিল"।

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

Muntaha Yasmin
নাম- Muntaha Yasmin
ইউনিভার্সিটি - University of Gour Banga


👉 তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".
      ✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।
                    .......................................



      নবীনতর পূর্বতন
      👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
      
          
        
        👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
      
          👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
        
        
          👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
      
      
          👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
      
      
      
      
          
        
      
        
      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


       


       




      
      

      👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

      
      
      

      👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

      👉ক্লিক করুন 🌐