ইতালির রেনেসাঁ মধ্যযুগীয় না আধুনিক

1453 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণের ফলে কনস্টান্টিনোপলের পতন ঘটেছিল এবং ঠিক একই সময় ইতালির পুনর্জন্ম হয়েছিল| রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য ও শিল্পে এই সময় যুগান্তকারী পরিবর্তন ঘটেছিল বলে পণ্ডিতরা এর নাম দিয়েছিল রেনেসাঁ| রেনেসাঁ থেকে পশ্চিমা সমাজে নানা ধরনের পরিবর্তন ঘটে বলে একে নবযুগ বলেও উল্লেখ করা হয়েছে| 

উনিশ শতকের Leopold von Ranke ও তাঁর অনুগামীরা জাতীয় রাষ্ট্র, সমাজতন্ত্র, আমলাতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতার নীতিবোধ, রাষ্ট্রীয় নীতি এবং শক্তি সামগ্রী যোগ করে আধুনিক বলে উল্লেখ করেছেন| ইতালির রেনেসাঁসের ইতিহাসে বুখাট জানিয়েছেন যে, "ইতালির রেনেসাঁ থেকে পশ্চিমে সভ্যতার ধারা গড়ে উঠেছিল এবং বহু শতাব্দী ধরে এই ধারা প্রবাহমান ছিল"|

1500 খ্রিস্টাব্দ নাগাদ মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যেকার বিভাজন রেখাটি স্পষ্ট হয়ে যায়| তবে সেই সময় একই সঙ্গে আধুনিক যুগের শুরু হয়নি| 1454 খ্রিস্টাব্দে ইতালির আক্রমণ থেকে ফ্রান্সে সংযুক্তি সময় থেকে স্পেন, টিউডর রাজত্ব থেকে ইংল্যান্ডে এবং পঞ্চম চার্লস এর রাজত্বকাল থেকে জার্মানিতে আধুনিক যুগের শুরু হয়|

ইতালির_রেনেসাঁ_মধ্যযুগীয়_না_আধুনিক

       ফ্লোরেন্স



কিন্তু মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যেকার এই বিভাজন রেখাকে অতি স্মরণীয়করণ বলে মনে করা হয়| তারা যুক্তি দেখান যে, 1453 খ্রিস্টাব্দ আগেই ইতালির রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের পরিবর্তন ঘটেছিল এবং উত্তরের দেশগুলিতে আধুনিক যুগের প্রশ্ন নিয়ে এক উত্তাল আবহাওয়া বয়ে ছিল| তবে আধুনিক যুগে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল প্রাকৃতিক বিজ্ঞানচর্চা| এই যুগে প্রাকৃতিক বিজ্ঞানকে অবহেলা করেনি এবং বড় ধরনের যন্ত্রপাতির আবিষ্কার হয়নি বলে অনেকে বলেছেন, বিজ্ঞানের ক্ষেত্রে এই যুগে নবজাগরণ ঘটেনি|

রেনেসাঁর সময় ধ্রুপদী সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ল্যাটিনের চর্চা বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছিল| আবার সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত হয় মানবতাবাদীরা এবং ল্যাটিন গামার ও পাঠ্যপুস্তক এর প্রবর্তন করে বহুকাল এগুলির ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসাবে পরিগণিত হতে থাকে| তাছাড়া ল্যাটিনের সঙ্গে গ্রিক ও হিব্রু চর্চা শুরু হয়|

বুখাট মনে করেন, রেনেসাঁর যুগে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার পুনর্জীবন ও পুনর্বাসন ঘটেছিল এবং অতীতের সাহিত্য, শিক্ষা ও শিল্পের প্রতি অনুরাগ তৈরি হয়েছিল| এই যুগে স্থানীয় ভাষায় সাহিত্যচর্চা শুরু হয় এবং এর বিকাশ জনমানুষের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে| শুধু সাহিত্য ক্ষেত্রে নয়, শিল্পকলার ক্ষেত্রে বিভিন্ন দেশে স্থানীয় স্বতন্ত্র ধারা গড়ে উঠেছিল| 

ইতালির_রেনেসাঁ_মধ্যযুগীয়_না_আধুনিক

         ছাপাখানা



পঞ্চদশ শতক থেকে মুদ্রণ যন্ত্রের ব্যবহার শুরু হয়েছিল| এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হলো পশ্চিমী সভ্যতার ইতিহাসে এক বিভাজন রেখা, তবে কিছু ঐতিহাসিকের মতে, "মুদ্রণ বিপ্লব পশ্চিমী জীবনধারাকে সম্পূর্ণ ভাবে পরিবর্তন করতে পারিনি| অবশ্য শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটেছিল, তবে রেনেসাঁ থেকে এর সূচনা হয়েছিল এক কথায় বলা যায় না"| বিভিন্ন ঐতিহাসিকরা তাদের গবেষণায় দেখিয়েছেন যে, রেনেসাঁসের 100 বছর আগে ইউরোপে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল|

রেনেসাঁর প্রধান বৈশিষ্ট্য হলো জগৎ, জীবন, নীতিবোধ ইত্যাদি সম্পর্কে এক নতুন জিজ্ঞাসা| এই নতুন কৌতুহল কি আধুনিকতার একমাত্র লক্ষণ?  বুখাট মনে করেন, রেনেসাঁ থেকে আধুনিক যুগের সূচনা হয়েছিল| এই কথা ঠিক যে, রেনেসাঁ থেকে ইউরোপের জীবনে নতুন পর্বের সূচনা হয়| এই সময় থেকে নতুন সভ্যতা ও সংস্কৃতির আবির্ভাব ঘটেছিল|

বুখাটের অন্য বক্তব্য শুধু ইতালিকে কেন্দ্র করে ঘটেছিল সেটাও মেনে নেওয়া যায় না| কারণ রেনেসাঁসের প্রভাব শুধুমাত্র ইতালির মাতৃভূমিতে সীমাবদ্ধ ছিল না, উত্তর ও মধ্য ইউরোপের রেনেসাঁ নিঃসন্দেহে আধুনিকতার সূত্রপাত ঘটেছিল| তবে একথা দীপ্ত কন্ঠে বলা যায়, পঞ্চদশ শতক ইউরোপীয় জীবনধারায় যে পরিবর্তন ঘটেছিল, তা অস্বীকার করার কোন উপায় নেই|



তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
  3. Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐