ক্রিপস মিশন ব্যর্থতার কারণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সহযোগিতার কথা মাথায় রেখে ব্রিটিশ সরকার 1942 খ্রিস্টাব্দে মার্চ মাসে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠায়| কিন্তু ক্রিপসের প্রস্তাবগুলি মুসলিম লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পারেনি|

ক্রিপস-মিশন-ব্যর্থতার-কারণ
গান্ধীজী
গান্ধীজী


গান্ধীজী আপত্তি তুলেছিল মূলত তিনটি বিষয়ে, যথা-
  1. প্রথমত, এই ঘোষণায় পাকিস্তান গঠনের জন্য আহ্বান জানানো হয়েছিল|
  2. দ্বিতীয়ত, গণপরিষদে দেশীয় রাজ্যের প্রতিনিধিরা মনোনীত হবেন, নির্বাচিত নয়|
  3. তৃতীয়ত, প্রতিরক্ষার রক্ষার দায়িত্ব থাকবে ব্রিটিশদের হাতে| যেকোন প্রদেশে ইচ্ছা করলে যুক্তরাষ্ট্র থেকে আলাদা হতে পারবে| সুতরাং এই নীতি কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না|
ভারত বিভাগের সম্ভাবনায় আতঙ্কিত হয়ে হিন্দু মহাসভা এবং শিখরা ক্রিপস প্রস্তাবে বিরোধিতা করেছিল| 

পাকিস্তানের স্বীকৃতি না পাওয়ায় মুসলিম লীগ এতে বিরক্তি প্রকাশ করে এবং বলা যায়, সমকালীন রাজনৈতিক সঙ্কট সমাধানে ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল|

তাই কংগ্রেসের নেতা গান্ধীজী ক্রিপস প্রস্তাবকে "post-dated cheque" বলে অভিহিত করেছেন|



তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  2. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ঊনবিংশ শতকে নারী সংক্রান্ত সমস্যা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐